Accident: ১৫০ মিটার গভীর খাদে পড়ল গাড়ি, অনেকের মৃত্যু, আহত ১১

দেশে আবারও এক বেদনাদায়ক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। নতুন প্রাণহানি হল মানুষের। আহত বহু। রবিবার উত্তরাখণ্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তেহরি জেলার তহসিল গাজার দুয়াকোটি…

দেশে আবারও এক বেদনাদায়ক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। নতুন প্রাণহানি হল মানুষের। আহত বহু। রবিবার উত্তরাখণ্ডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। তেহরি জেলার তহসিল গাজার দুয়াকোটি এলাকায় একটি টাটা সুমো খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১১ জন আহত হন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ এবিং উদ্ধারকারী দল। পুলিশ টিমসহ স্থানীয় লোকজন খাদ থেকে দেহ উদ্ধারের কাজে নিয়োজিত রয়েছে। জানা গিয়েছে, তেহরি জেলার তহসিল গাজার দুয়াকোটি এলাকায় একটি টাটা সুমো খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ১১ জন আহত হন।

টাটা সুমোটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। সকাল সাড়ে দশটা নাগাদ গাজা থেকে চাম্বাগামী টাটা সুমো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুয়াকোটি গ্রামের কাছে গভীর খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা খাদে নেমে আহতদের উদ্ধারের কাজে লেগে পরে।

নিহতরা হলেন- কাথুর তেহরির বাসিন্দা করম সিং আসওয়ালের ছেলে ধরমবীর আসওয়াল (৪৫) ও ফলসারির বাসিন্দা কুমারী রিতিকা (২২)। আহতরা হলেন- উত্তরকাশীর বাসিন্দা বিকাশ পাণ্ডে (৩৫), সাক্ষী (১৯), উত্তরকাশীর বাসিন্দা কলাপতি (৬০), ফলসারির বাসিন্দা বীরেন্দ্র (৫২), ফলসারির বাসিন্দা বীরেন্দ্র (৫২), সৃষ্টি (১১) মেয়ে অনিল, পূজা (২২) মেয়ে খুশিরাম পালি, অংশের ৮ ছেলে অনিল ও গৌতম (১৯) ছেলে সুভাষ উত্তরকাশী, গৌতম (১৯) ছেলে সুভাষ উত্তরকাশী, দীপা দেবী (৬৫), ছেলে কুন্দন লাল পালোগি, প্রকাশী (৩৫), মেয়ে অনিল খান্দ (৩৫) এবং অদিতির দেড় বছরের মেয়ে বিকাশ পান্ডে মাঠিয়ালির বাসিন্দা। গুরুতর আহত পাঁচজনকে এইমস ঋষিকেশে রেফার করা হয়েছে।