ISL : ওডিশা ম্যাচের আগে বিস্ফোরক স্বীকারোক্তি মারিও রিভেরার 

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের শেষ ৬ মিনিটের অতিরিক্ত সময়ে এক পয়েন্ট ঘরে তোলার ‘মানসিকতা’র জেরে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে, এসসি…

ইন্ডিয়ান সুপার লিগের (ISL) দ্বিতীয় লেগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচের শেষ ৬ মিনিটের অতিরিক্ত সময়ে এক পয়েন্ট ঘরে তোলার ‘মানসিকতা’র জেরে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের কাছে, এসসি ইস্টবেঙ্গলকে হারতে হয়েছে। এরপর ‘মানসিকতা’ বদলে চেন্নাইয়িন সিটি এফসি’র বিরুদ্ধে ড্র করেছে লাল হলুদ ব্রিগেড।

চেন্নাই দলের বিরুদ্ধে পারফরম্যান্স নিয়ে মুখ খুলে লাল হলুদ হেডকোচ মারিও রিভেরার বক্তব্য, “দ্বিতীয়ার্ধে চেন্নাইন এফসির বিপক্ষে পারফরম্যান্স ছিল আমাদের অন্যতম সেরা। এটা কলকাতা ডার্বির দ্বিতীয় লেগের প্রথমার্ধের সাথে তালিকার ওপরে থাকবে।” ওডিশা এফসি’র বিরুদ্ধে সোমবার খেলতে নামার আগে রবিবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে লাল হলুদ টিমের স্প্যানিয়ার্ড জাদুকর এইভাবেই দরাজ সার্টিফিকেট দিলো চেন্নাই’র বিরুদ্ধে খেলা পারফর্মাদের।

 

চলতি ISL টুর্নামেন্টে এসসি ইস্টবেঙ্গলের প্লে অফের দৌড় থেকে কার্যত বাইরে ছিটকে যাওয়াকে স্বীকার করে লাল হলুদ দলের খেলোয়াড়দের “মানসিকতা” অর্থাৎ ম্যাচ টেম্পারমেন্ট প্রসঙ্গে রিভেরা বলেন,”খেলোয়াড়রা পেশাদার, তারা প্রতিটি ম্যাচ জেতার, গোল করার জন্য ক্ষুধার্ত। তাই মানসিকতা অর্থাৎ ম্যাচ টেম্পারমেমটের অভাব নিয়ে কোন প্রশ্নচিহ্নের জায়গা নেই।”

 

সোমবার তিলক ময়দানে ‘দ্য কলিঙ্গ ওয়ারির্স’দের বিরুদ্ধে ম্যাচ জিতলেও তাতে এসসি ইস্টবেঙ্গলের টুর্নামেন্টের টেবিলের ওপরের দিকে ওঠার রাস্তা কার্যত নেই। কারণ ৯ নম্বরে থাকা এফসি গোয়া ১৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্যাট হয়ে বসে রয়েছে। আর লাল হলুদ ব্রিগেড ১৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশম স্থানে,১ ম্যাচ জিতে এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশ সিং’র জোড়া গোলে এবং ৭ ম্যাচ ড্র এবং সম সংখ্যক ম্যাচে হেরে গিয়ে।

 

ইতিমধ্যেই ISL টুর্নামেন্টের তিন ভাগের দুই ভাগ অংশের খেলা হয়ে গিয়েছে। এসসি ইস্টবেঙ্গল দলের এখন টার্গেট যতটা সম্ভব ওপরের দিকে উঠে টাইটেলশিপ অভিযান খতম করা। অথচ লিগ টেবিলের এখন যা পজিশন তাতে করে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া কার্যত অসম্ভব পয়েন্ট টেবিলের দিকে চোখ রাখলে তা দিনের আলোর মতো পরিষ্কার।