Mariners Kerala : সীমানা ছাড়িয়ে মালাবিয়ান রাজ্যেও সবুজ-মেরুন আবেগ

Kerala : ‘আবেগে’র ফল্গুধারা কখনই সীমানা প্রাচীর মানে না। বল্গাহীন চোরাস্রোত বয়ে চলে দেশ থেকে দেশান্তরে। হোক না ভাষা আলাদা, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে খাওয়া…

Mariners Kerala

Kerala : ‘আবেগে’র ফল্গুধারা কখনই সীমানা প্রাচীর মানে না। বল্গাহীন চোরাস্রোত বয়ে চলে দেশ থেকে দেশান্তরে। হোক না ভাষা আলাদা, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে খাওয়া দাওয়া আলাদা! আবেগের ভাষা সকলেই বোঝে। বোঝে বলেই এখনও মানবিকতা মূল্যবোধ বেঁচে আছে।

মানবিকতা আর মূল্যবোধের তাগিদেই মেরিনার্স কেরালার দ্বিতীয় বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে, ত্রিশুরের থেকিঙ্কাদ ময়দানে মেরিনার্স কেরালার নেতৃত্বে ২৫ তারিখে ১০০ জনেরও বেশি মানুষের জন্য দুপুরবেলা খাওয়ার পরিবেশন করা হয়। যা এই মুহুর্তে সোশাল মিডিয়া জুড়ে ভাইরাল।

প্রসঙ্গত, ২৪ সেপ্টেম্বর ২০২০ সালে মেরিনার্স কেরালা গডস ওন কান্ট্রি থেকে মেরিনার্স বেস ক্যাম্প উইংয়ের নামে কেরালা সোসাইটি রেজিস্ট্রেশনের আওতায় আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত হয়েছে।