Iran Hijab Row: হিজাব বিদ্রোহ দমাতে ইরানি সেনার হামলা ইরাকে, নিহত বিদ্রোহী কুর্দিসরা

ইরানে চলছে (Iran Hijab Row) হিজাব বিরোধী আন্দোলন। সেই আন্দোলন দমাতে এবার প্রতিবেশি ইরাকের (Iraq) মধ্যে ঢুকে গুলি করে কুর্দিসদের (Kurd) মারল ইরানি সেনা। বিবিসির…

ইরানে চলছে (Iran Hijab Row) হিজাব বিরোধী আন্দোলন। সেই আন্দোলন দমাতে এবার প্রতিবেশি ইরাকের (Iraq) মধ্যে ঢুকে গুলি করে কুর্দিসদের (Kurd) মারল ইরানি সেনা। বিবিসির খবর, হামলায় নিহত কমপক্ষে ১৩ জন। জখম অর্ধশতাধিক।

ইরানের অভিযোগ, কুর্দিস্তান থেকে বারবার উস্কানি আসছে। কুর্দিসরা সশস্ত্র হামলা করেছে। তার জবাব দেওয়া হয়েছে।

বিবিসি জানাচ্ছে, হিজাব বিরোধী কুর্দিসদের হামলার ইরানের মধ্যে থাকা কুর্দ অধ্যুষিত এলাকাগুলি গত কয়েকদিন ছিল নিয়ন্ত্রণহীন। সেখান থেকে পিছু হটেছিল ইরানি সেনা। হিজাব না পরার অভিযোগে ইরানে নীতি পুলিশের মারে মৃত্যু হয় আমিনির। সে কুর্দ জাতির। তার ম়ৃত্যুর পর থেকে ইরানের দিকে পড়া কুর্দিস্তান প্রবল বিক্ষোভে ফেটে পড়ে। সেই হিজাব বিরোধী বিক্ষোভ পুরো ইরান জু়ড়ে ছড়িয়েছে।

কুর্দিস্তান একটি স্বশাসিত এলাকা। অনমনীয় কুর্দ জাতি ছড়িয়ে আছে ইরান, ইরাক, তুরস্ক, সিরিয়া ও আর্মেনিয়ার মধ্যে। ধর্মীয় গোঁড়ামি মুক্ত কুর্দিসদের হামলায় বারবার ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট পিছু হটেছে। মূলত কুর্দ প্রতিরোধেই আইএস বিপর্যস্ত হয়। পরে আমেরিকা ও ইরাকি সেনার সঙ্গে যৌথ অভিযান করে কুর্দিস্তানের মিলিশিয়া বাহিনী।এমনই অনমনীয় কুর্দিসরা ইরানের হিজাব বিরোধী আন্দেলনের প্রথম সারিতে।

রয়টার্সের খবর, ইরান ইরাক সহ বিভিন্ন দেশের সীমান্তে ছড়িয়ে থাকা কুর্দিস্তান জুড়ে এবার হামলার প্রস্তুতি চলছে।

আল জাজিজার খবর, কুর্দিস্তান কাউন্টার টেররিজম বিভাগ জানাচ্ছে, কুর্দিস্তানের মূল শহর এরবিল ও সুলাইমানিয়ার কাছে ইরানের তরফে অন্তত ১০টি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।