মঙ্গলবার ডুরান্ড কাপের (Durand Cup) ম্যাচে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে সুনীল ছেত্রীর দল। তবে পিছিয়ে থেকেও অনবদ্য লড়াই করে সাদা-কালো শিবির। যা মন জয় করে নিয়েছে দলের সকল সমর্থকদের।
ম্যাচের ঠিক ৭ মিনিটের মাথায় দুরন্ত হেডে গোল করে যান আলেকজান্ডার জোভানোভিচ। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। শুরুতেই গোল হজম করার ফলে যথেষ্ট চাপে পড়ে যায় মহামেডান দলের ফুটবলাররা। তারপর সময় যতো এগিয়েছে ততই প্রভাব বিস্তার করে বেঙ্গালুরু ফুটবল দল। তারপর ২২ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। এবার ব্যবধান বাড়িয়ে যান জর্জ পেরেইরা দিয়াজ।
প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানেই এগিয়ে থাকে জেরার্ড জারাগোজার ছেলেরা। পরবর্তীতে অর্থাৎ ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে প্রবল আত্মবিশ্বাসী হয়ে ওঠে আইএসএল জয়ী এই ফুটবল দল। যা অনেকটাই ব্যাকফুটে চলে আসে সাদা-কালো ব্রিগেড। সেই সুযোগ কাজে লাগিয়েই ব্যবধান বাড়িয়ে যান বিনীত ভেঙ্কটেশ।
তবুও হাল ছাড়েনি ময়দানের এই তৃতীয় প্রধান। ৭৭ মিনিটের মাথায় ইসরাফিল দেওয়ানের গোলে ব্যবধান কমায় মহামেডান। তারপর ম্যাচের অতিরিক্ত সময়ে দূরপাল্লার শট থেকে গোল করেন মহীতোষ রায় রাজবংশী (Mahitosh Roy Rajbongshi)। জয় না আসলেও তাঁর গোল রীতিমতো চমকে দিয়েছে সকলকে।
ম্যাচ শেষে এই ফুটবলার বলেন, ‘সুনীল ছেত্রীর সঙ্গে খেলতে পেরে যথেষ্ট ভালো লেগেছে। আমাদের অধিকাংশ জুনিয়র ফুটবলার এই দলে ছিল। আমরা মাত্র কয়েকজন এই দলের সাথে খেলেছি। আমি খুশি যে সকলেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আমরা ও সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। ম্যাচে জয় না আসার ফলে কিছুটা হতাশা থাকলেও আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছি।’
পাশাপাশি গোলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখনও তো আরও খেলবো। দেখা যাক এর থেকে ও ভালো গোল করতে পারি কিনা।’