আশ্রিতা হাসিনা, বাংলাদেশ থেকে দূতাবাস কর্মীদের সরাচ্ছে ভারত

শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক সংকটে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন ঘিরে রাজনৈতিক ডামাডোল চলছে। এই সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী ড. ইউনূস। এমন…

Indian Embassy in Bangladesh,

শেখ হাসিনার দেশত্যাগের পর রাজনৈতিক সংকটে বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন ঘিরে রাজনৈতিক ডামাডোল চলছে। এই সরকারের প্রধান হতে চলেছেন নোবেলজয়ী ড. ইউনূস। এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে নিজেদের কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত।

ভারতীয় হাইকমিশন সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশে রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে কূটনীতিকরা থাকছেন।

   

হিংসায় জর্জরিত বাংলাদেশে ২৯ জন আওয়ামী লীগের নেতাদের দেহ উদ্ধার!

গত সোমবার বাংলাদেশে রক্তাক্ত গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন। জীবন বাঁচাতে তিনি ও বোন শেখ রেহানা ঢাকা থেকে সেনার কপ্টারে পালান। পরে সেনার বিমানে দিল্লি চলে যান। আপাতত তিনি ভারতে আশ্রিতা। এ নিয়ে বাংলাদেশে বিক্ষোভ দানা বেধেছে। অভ্যুত্থানে ক্ষমতা দখলকারীদের অভিযোগ, শেখ হাসিনা গণহত্যাকারী। তাঁকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে দিক ভারত। তবে ভারত সরকার শেখ হাসিনাতে নিরাপদে রেখেছে।

Vinesh Phogat Elimination : স্বপ্নভঙ্গ ভিনেশের, এই বিশেষ কারণে ছিটকে গেলেন ফোগাট

ঢাকার ভারতীয় হাইকমিশন জানাচ্ছে, বাংলাদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ। এদিকে দূতাবাস থেকে কর্মী ফেরানোয় বিতর্ক বাড়ল। বলা হয়েছে, অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যদের বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মঙ্গলবার সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। দ্রুত অন্তর্বর্তী সরকার গঠনের দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। একই দাবি করেছে জামাত ইসলামি। বুধবার ঢাকায় বিএনপির রাজনৈতিক সমাবেশ। এই সমাবেশের মূল আকর্ষণ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তরফে দেশবাসীকে বার্তা। তিনি বন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন। সমাবেশের অপর আকর্ষণ নির্বাসন কাটিয়ে ফিরে আসা খালেদা পুত্র তারেক রহমান।