‘শক্তিশালী হয়ে ফিরে এসো’, ভিনেশের কঠিন সময়ে সান্ত্বনা প্রধানমন্ত্রী মোদীর

২০২৪ প্যারিস অলিম্পিকে জোর ধাক্কা খেলেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Narendra Modi Consoles Vinesh Phogat)। তিনি সেমি ফাইনাল ম্যাচ জিতে ফাইনালে নামার প্রস্তুতি গ্রহণ…

Narendra Modi Consoles Vinesh Phogat

২০২৪ প্যারিস অলিম্পিকে জোর ধাক্কা খেলেন ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Narendra Modi Consoles Vinesh Phogat)। তিনি সেমি ফাইনাল ম্যাচ জিতে ফাইনালে নামার প্রস্তুতি গ্রহণ করছিলেন। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে তাঁকে এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পর গোটা দেশ হতাশায় ডুবে গিয়েছে। এই কঠিন সময়ে ভিনেশকে সান্ত্বনা দিয়ে একটি টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভারতের এই মহিলা কুস্তিগীরকে আরও শক্তিশালী হয়ে কামব্যাক করার জন্য আহ্বান জানিয়েছেন।

Vinesh Phogat Elimination : স্বপ্নভঙ্গ ভিনেশের, এই বিশেষ কারণে ছিটকে গেলেন ফোগাট

   

বুধবার প্যারিস অলিম্পিক্স থেকে ভিনেশ ছিটকে যাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভিনেশ, তুমি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন! তুমি ভারতের গর্ব। প্রত্যেক ভারতীয় তোমার জন্য় গর্ব অনুভব করে।’ সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘আজকের এই ঘটনাটি অবশ্যই হৃদয়বিদারক। এই ঘটনায় আমি যে কতটা হতাশ হয়েছি, আশা করব যে সেটা আমার এই কথা থেকেই স্পষ্ট হয়ে যাবে। সেইসঙ্গে তোমার মধ্যে ঠিক কতটা ধৈর্য্য রয়েছে। সবসময় তুমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসো।’

 

সবশেষে মোদী লিখেছেন, ‘আশা করব যে আগামীদিনে তুমি আরও শক্তিশালী হয়ে কামব্যাক করতে পারবে। তোমার দিকেই আমরা সবাই তাকিয়ে রয়েছি।’

অলিম্পিক অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে গোটা ভিনেশের পাশাপাশি গোটা দেশ হতাশায় ডুবে গিয়েছে। সবথেকে বড় কথা ১৪০ কোটি দেশবাসীর প্রত্যাশা ধাক্কা খেয়েছে। আসলে এবারের অলিম্পিক টুর্নামেন্টে ভারত এখনও পর্যন্ত মাত্র তিনটে পদকই জিততে পেরেছে। আশা ছিল, ভিনেশ আজ সোনার পদক জিততে পারবেন। যদি সেটা একান্ত নাই হয়, তাহলে অন্তত রুপোর পদক জিততে পারবেন। কিন্তু, সেটা আপাতত হচ্ছে না। পাশাপাশি এই টুর্নামেন্টে সকলের নীচে থেকে ভিনেশকে বিদায় নিতে হবে।

শোনা গিয়েছে, এই খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েছেন ভারতের ‘দঙ্গল’ কন্যা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকেই ইতিমধ্যে দাবি তুলতে শুরু করেছে যে ভিনেশ এই টুর্নামেন্টে অবিচারের শিকার হয়েছে। প্যারিস অলিম্পিকে তাঁকে শেষ মুহূর্তে বাদ দিয়ে কার্যত ভারতকেই অপমান করা হয়েছে।