নর্থ ক্যারোলিনার শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কানাডার বিপক্ষে দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইমে উরুগুয়ের গোল। কোপা আমেরিকার (Copa America 2024) ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী গোলদাতা হিসেবে ইতিহাস গড়লেন লুইস সুয়ারেজ (Luis Suarez)। তাঁর করা গোলেই কানাডার বিরুদ্ধে ম্যাচে ফিরে আসে উরুগুয়ে। কোপা আমেরিকায় ৩৭ বছর বয়সে গোল করেছেন লুইস সুয়ারেজ।
ইস্টবেঙ্গল ৭-৫ মোহনবাগান, এখানেও পিছিয়ে পালতোলা নৌকা
গোল করার সময় সুয়ারেজের বয়স ছিল ৩৭ বছর পাঁচ মাস, ২১ দিন। কোপা আমেরিকার সবচেয়ে বেশি বয়সী গোলদাতা আর্জেন্টিনার অ্যাঞ্জেল লাব্রুনা। ৩৭ বছর ৩৪ দিন বয়সে গোল করেছিলেন তিনি। ১৯৫৬ সালের ২৯ জানুয়ারি চিলির বিপক্ষে গোল করেছিলেন তিনি।
ইসমাইল কোনে ও জোনাথন ডেভিডের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল কানাডা। চাপে পড়ে গিয়েছিল উরুগুয়ে। চাপের মুখে সুয়ারেজের গোল। বাঁ দিক থেকে হোসে মারিয়া গিমেনেজের কাছ থেকে বল পেয়ে বল জালে জড়িয়ে দেন লিভারপুল, বার্সেলোনার প্রাক্তন ফুটবলার। উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সুয়ারেজ লা সেলেস্তেদের হয়ে ১৪২তম ম্যাচে নিজের গোলসংখ্যা বাড়িয়ে করেন ৬৯।
Luis Suárez, leyenda viva de nuestro fútbol
pic.twitter.com/qqz9pJBxy2
— CONMEBOL Copa América™️ (@CopaAmerica) July 14, 2024
Transfer News: হেনরি কিসেকার দেশ থেকে আসছেন আরও এক ফুটবলার!
কানাডার বিপক্ষে গোলের আগে ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড সর্বশেষ গোল করেছিলেন চিলির বিপক্ষে। ২০২২ সালের ২৯ মার্চ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে করেছিলেন সেই গোল। তাঁর করা গোলটিই হয়ে উঠেছিল ম্যাচের নির্ণায়ক মুহূর্ত।