Football : ভারতে মুখোমুখি হতে পারে লা লিগার দল

ভারতে সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চাইছে লা লিগা কর্তৃপক্ষ। এ ব্যাপারে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এবং FDSL এর সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে।…

ভারতে সঙ্গে সম্পর্ক আরও গাঢ় করতে চাইছে লা লিগা কর্তৃপক্ষ। এ ব্যাপারে সর্বভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা এবং FDSL এর সঙ্গে কথা হয়েছে বলে জানা গিয়েছে।

লা লিগা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হোসে অ্যান্টোনিও বলেছেন, ‘ আমাদের মধ্যে ঠিক কী কথা হয়েছে সে ব্যাপারে এখনই কিছু বলতে পারবো না। লা লিগা এবং ইন্ডিয়ান সুপার লিগের মধ্যে যাতে সেতু বন্ধন করা যায় সে ব্যাপারেই চেষ্টা চালানো হচ্ছে।’

‘ ভারতে লা লিগার জন্য আলাদা সমর্থন রয়েছে। আমরা চাইছি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে। মাঝে দুটো বছর কোনো কাজ এগোনো সম্ভব হয়নি। কারণ করোনা অতিমারী। আশা করি এবার পুরো দমে কাজ শুরু করা সম্ভব হবে।’

তিনি আরও জানিয়েছেন যে দুই স্প্যানিশ ক্লাবকে ভারতে নিয়ে আসার চেষ্টা করছে লা লিগা কর্তৃপক্ষ। ২০২৩ সালে সেটা সম্ভব হতে পারে। আগামী দিনে ভারতের মাঠে প্রাক মরশুম প্রস্তুতি হিসেবে মাঠে নামতে পারে লা লিগার দুই দল।