প্রাণঘাতী দুর্ঘটনার শিকার কেকেআর তারকা, ভর্তি হাসপাতালে

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের তারকা উইকেট কিপার তথা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ একটি প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন। সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, অনুশীলন…

Rahmanullah Gurbaz

কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) দলের তারকা উইকেট কিপার তথা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ একটি প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হয়েছেন। সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুসারে, অনুশীলন করার সময় তাঁর ঘাড়ে চোট লাগে। এই ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিকেট ম্যাচে যদি কোনও খেলোয়াড় মাথা কিংবা ঘাড়ে চোট পান, তাহলে সেটা যথেষ্ট গুরুতর আঘাত হিসেবেই বিবেচিত হয়। অনেক ক্ষেত্রেই এই আঘাত প্রাণঘাতী হয়ে যায়। বর্তমানে রহমানউল্লাহ গুরবাজ শপগিজা ক্রিকেট লিগে অনুশীলন করছেন। আর সেইসময়ই তিনি চোট পান। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল বলেই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

   

২০২৪ টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স
২০২৪ টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। এই বিশ্বকাপ টুর্নামেন্টে তিনি সর্বাধিক রান করেছিলেন। ২০২৪ টি-২০ বিশ্বকাপে গুরবাজ মোট আটটি ম্যাচ খেলেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ২৮১ রান বেরিয়ে আসে। এরমধ্যে আবার তিনটে হাফসেঞ্চুরিও রয়েছে। এবারের টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান ক্রিকেট দল সেমি ফাইনাল পর্যন্ত গিয়েছিল। আর এই যাত্রাপথে রহমানউল্লাহ গুরবাজের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাস্ত হয়ে আফগানিস্তানকে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে। গুরবাজের এই পারফরম্য়ান্সের কথা মাথায় রেখে গত জুলাই মাসে আইসিসি তাঁকে ‘প্লেয়ার অফ দ্য মান্থ’-এর পুরস্কারও দিয়েছে।

একনজরে গুরবাজের কেরিয়ার
আফগানিস্তান ক্রিকেট দলের হয়ে রহমানউল্লাহ গুরবাজ এখনও পর্যন্ত মোট ৪০টি একদিনের ম্যাচ এবং ৬৩ টি-২০ ম্যাচ খেলেছেন। একদিনের ক্রিকেটে তিনি মোট ১,৪৬৭ রান করেন। এরমধ্যে হাফডজন শতরান এবং পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি মোট ১,৬৫৭ রান করেন। এই ফরম্যাটে তিনি একটি শতরান এবং দশটি হাফসেঞ্চুরি করেছেন। এর পাশাপাশি রহমানউল্লাহ গুরবাজ একটাই মাত্র টেস্ট ম্য়াচ খেলেছেন। সেই ম্য়াচে ৫১ রান করেন তিনি। এবার যদি গুরবাজের আইপিএল কেরিয়ার নিয়ে আলোচনা করা হয়, তাহলে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। ২০২৩ সালে তিনি মোট ১১টি ম্যাচ খেলেছিলেন এবং ২২৭ রান করেন। পাশাপাশি ২০২৪ আইপিএল টুর্নামেন্টে তিনি দুটো ম্যাচে মোট ৬২ রান করেছেন।

দ্বিতীয় ধাক্কা আফগানিস্তান ক্রিকেট দলের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসে টেস্ট ম্যাচ খেলতে নামবে আফগানিস্তান ক্রিকেট দল। এই ম্যাচটি নয়ডা স্টেডিয়ামে আয়োজন করা হবে। সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার রশিদ খান ‘দ্য় হান্ড্রেড লিগ’ খেলতে নেমে চোট পেয়েছেন। এটা আফগানিস্তান ক্রিকেট দলের কাছে একটা বড় ধাক্কা ছিলই। এবার গোদের উপর বিষফোঁড়া হয়ে গুরবাজ চোট পেলেন। ফলে একথা বলা যেতেই পারে যে মাত্র এক সপ্তাহের মধ্যেই জোড়া ধাক্কা খেল আফগানিস্তান ক্রিকেট দল।