সিবিআই-সিটে রক্ষে নেই, এবার প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতির তদন্তে ইডি?

আরজি কর (Rg kar) কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে অসন্তোষ। ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) বিগত…

Sandip ghosh membership sacked from IMA

আরজি কর (Rg kar) কাণ্ড নিয়ে উত্তাল গোটা রাজ্য। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে অসন্তোষ। ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) বিগত ছয়দিন ধরে জেরা করছে সিবিআই (CBI)। এরমধ্যেই এবার আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁর বিরুদ্ধে ইডির তদন্ত চেয়ে মামলার দায়ের করলেন আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত।

আরজি কর কাণ্ডে পাঁচদিনব্যাপী ধর্ণা, স্বাস্থ্যভবন ঘেরাও অভিযান বিজেপির

   

আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগ , প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে টালা থানায় গেলে পুলিশ এফআইআর নেয়নি। শুধুমাত্র লিখিত অভিযোগ দিয়ে এসেছিলেন তিনি। তারপরেও অবশ্য কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। তিনি বলেন, “আদালতের শরণাপন্ন হয়ে বিচার চাইছি।”

ফুৎকার সুপ্রিম আবেদন! দিল্লির AIIMS-এ জারি চিকিৎসকদের কর্মবিরতি, OPD যন্তমন্তরে

ইতিমধ্যেই হাসপাতালে আর্থিক নয়ছয় কালোবাজারির অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। গত সোমবারই সেই বিষয়ে তদন্তের জন্য স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করল রাজ্য প্রশাসন। সোমবার একটি একটি নির্দেশিকা জারি করে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। যার কাজ মূলত সন্দীপ ঘোষের অধীনে আরজি করের বিভিন্ন আর্থিক অনিয়ম খুঁজে বের করা। আর তিন সদস্যের সিটেই রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। যাকে নিয়ে মাস খানেক আগেই নবান্ন-রাজভবনের মধ্যে তুঙ্গে পৌঁছেছিল সংঘাত।

২০২১ সাল থেকে আজ পর্যন্ত আরজি কর হাসপাতালে ওঠা সমস্ত আর্থিক বেনিয়মের তদন্ত করবেন তাঁরা। ২০২২ সালের মাঝামাঝি আর জি কর হাসপাতালে স‌্যালাইনের তীব্র আকাল দেখা দিয়েছিল। স্যালাইন সরবরাকারী সংস্থা বকেয়া পায়নি। নিয়ম অনুযায়ী ৫০ হাজার টাকা পর্যন্ত ওষুধ কিনতে পারে হাসপাতাল। কিন্তু সেবার হাসপাতালের ফিনান্স বিভাগ থেকে তা হয়নি কেন? টিবির বিভিন্ন কিটসের গুনগতমান অত্যন্ত খারাপ ছিল। বরাদ্দ অর্থ নয়ছয় হয়েছিল এমনটাই মনে করছে রাজ্য প্রশাসন।

বুধবার সাতসকালে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ!

একদিকে নির্যাতিতা খুনের মামলায় সিবিআইয়ের টানাপোড়েন, সেই সঙ্গে রাজ্যের সিট ও ইডির মোকাবিলা প্রাক্তণ অধ্যক্ষের বিড়ম্বনা কয়েকগুন বাড়ালো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে দ্রুত তদন্ত শেষ করে নির্যাতিতার বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন রাজ্যেবাসী। এমন পরিস্থিতি আরজি কর সংলগ্ন শ্যামবাজারে পাঁচদিনের ধর্ণায় বসেছে বিজেপি। কোর্টের অনুমতি নিয়েই এই ধর্ণার আয়োজন বলে রাজ্য বিজেপি সূত্রে জানানো হয়েছে। আগামীকাল স্বাস্থ্যভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে দলের তরফে। ইতিমধ্যেই বুধবার স্বাস্থ্যভবন অভিযানে নেমেছে বিক্ষুব্ধ চিকিত্সকেরা। জয়েন্ট প্ল্যাটফর্মস ফর ডক্টরসের সমর্থনে এই বিরাট মিছিলে পা মিলিয়েছেন চিকিত্সকেরা।