আরজি করের জের দিল্লির AIIMS-এ অব্যহত। জারি রয়েছে চিকিৎসকদের কর্মবিরতি। কাজ হল না মহ্গলবারের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের আবেদনে। ফলে বেহাল চিকিৎসা পরিষেবা। যদিও রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের দাবি, চিকিৎসকরা মুমুর্ষু রোগীদের প্রতি যত্নশীল। রাজধানীর যন্তরমন্তরে বসেছে ওপিডি। সেখানেই পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। চ্যালেঞ্জ সত্ত্বেও এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা।
আন্দোলনরত টিকিৎসক সংগঠনের তরফে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ, “নয়াদিল্লির AIIMS-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আরজি কর মামলা ও সেইহেতু চিকিৎসকদের সুরক্ষা সংক্রান্ত সুপ্রিম কোর্টে সাম্প্রতিক রায়ের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে৷ আমরা চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তব ব্যক্তিদের প্রতি আদালতের মনোযোগের প্রশংসা করি। AIIMS-এর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন চিকিৎসক ও স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের সুরক্ষায় আরও বেশি পদক্ষেপের অনুরোধ করছে।”
আরও বিপাকে ডাঃ সন্দীপ! ভয়াবহ অভিযোগে এবার কোর্টে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সহকর্মী
মঙ্গলবার আরজি কর মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত চিকিৎসকদের সুরক্ষায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। সেই সঙ্গেই ধর্মঘটী চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানায়। আরজি করে সিআইএসএফ নিরাপত্তার নির্দেশ দেয়। এ দিন পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে যান আধাসেনার ডিজি। এরপরই হাসপাতাল এবং হস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ। হাসপাতালের কোন জায়গায় কত আধাসেনা মোতায়েন করতে হবে এবং কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, তার রূপরেখা আজই ঠিক করা হচ্ছে বলে খবর।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক!
তবে, সুপ্রিম কোর্টের আবেদনে কাজে ফিরতে রাজি হননি আরজি করের আন্দোলনকারী চিকিৎসকরা। বৃহস্পতিবার আরজি কর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেই নির্দেশ দেখেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।