কামিন্সকে মধ্যমণি করেই দল সাজাতে পারেন মলিনা

ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে বাগান। কোয়ার্টার ফাইনালে হোসে মলিনা কোন…

Mohun Bagan SG

ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। পঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে বাগান। কোয়ার্টার ফাইনালে হোসে মলিনা কোন কোন ফুটবলারকে রেখে প্রথম একাদশ সাজাবেন সে ব্যাপারে ফুটবল প্রেমীদের আগ্রহ রয়েছে। অনেকেই মনে করছেন জেসন কামিন্সকে রেখেই দল সাজাতে পারেন অভিজ্ঞ স্প্যানিশ প্রশিক্ষক।

   

সমর্থকরা আন্দোলন করলেও, গা বাঁচাল শহরের তিন ফুটবল প্রধান? উঠছে প্রশ্ন

কলকাতা থেকে আপাতত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ডুরান্ড কাপের ম্যাচ। যার ফলে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসির মধ্যেকার ম্যাচ হবে জামশেদপুরে। জামশেদপুরে যাওয়ার আগে অনুশীলনের কয়েক ঝলক সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এসেছে। প্র্যাকটিসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল প্রোফাইল থেকে।

এখন পর্যন্ত যা আপডেট তাতে জেসন কামিন্সকে সামনে রেখেই পঞ্জাব এফসি বোধের ছক কষতে পারেন মলিনা। অনুশীলনে কামিন্সকে বেশ চনমনে দেখিয়েছে। সবুজ মেরুন ব্রিগেডের অন্যতম ইউএসপি ফুটবলারদের মধ্যে বোঝাপড়া। প্র্যাক্টিসেও সেটা চোখে পড়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে খোশ মেজাজে রয়েছেন বাগানের তারকা ফুটবলাররা।

পাকিস্তান থেকে সরছে চ্যাম্পিয়ন্স ট্রফি? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কামিন্সের পাশাপাশি তৈরি রাখা হচ্ছে সুহেল আহমেদ ভাটকেও। নিজেদের মধ্যে দুটো টিমে ভাগ হয়ে প্রস্তুতি সেরে রেখেছে মোহনবাগান জায়ান্ট। বল নিজের দখলে নেওয়ার জন্য ঝাঁপিয়েছেন সুহেল। এছাড়া আক্রমণভাগে ঝাঁঝ বৃদ্ধি করার জন্য তৈরি থাকছেন লিস্টন কোলাসো, মনভির সিং, আশিক কুরুনিয়নরা।