Kolkata Derby: ইস্টবেঙ্গল একাদশে ফিরলেন সাউল ক্রেসপো, আর করা থাকছেন এই ম্যাচে?

Kolkata Derby: চলতি মরশুমে সুপার কাপ জিতলেও আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। মোহনবাগানের বিপক্ষে দুরন্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের…

Footballer Saúl Crespo

Kolkata Derby: চলতি মরশুমে সুপার কাপ জিতলেও আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। মোহনবাগানের বিপক্ষে দুরন্ত সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষেই মুখ থুবড়ে পড়তে হয়েছিল কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি বিপক্ষে ফের পরাজয়।

মাঝে দুর্বল হায়দরাবাদ এবং চেন্নাইন এফসির বিপক্ষে জয় আসলেও পরবর্তীতে সেই ছন্দ ও বজায় থাকেনি। গত ম্যাচে মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে ও পরাজিত হতে হয়েছিল লাল-হলুদকে। তবে এবার এই ডার্বি ম্যাচে জিতেই ছন্দে ফিরতে চাইছেন সকলে। এবার দেখে নেওয়া যাক দলের প্রথম একাদশ।

বলাবাহুল্য, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আজ প্রথম একাদশে ফিরলেন স্প্যানিশ ফুটবলার সাউল ক্রেসপো। যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে জলের ফুটবলারদের। অন্যান্য দিনের মতো আজও গোলরক্ষক হিসেবে থাকছেন প্রভসুখান সিং গীল। পাশাপাশি দলের রক্ষণভাগে থাকছেন ভারতীয় দলের অন্যতম তরুণ ফুটবলার লালচুংনুঙ্গা। বিদেশি ফুটবলারদের মধ্যে থাকছেন আলেকজান্ডার প্যান্টিচ, হিজাজী মাহের। এছাড়াও থাকছেন ভারতীয় তারকা নিশু কুমার। অন্যদিকে, মাঝ মাঠের দায়িত্বে থাকছেন বাঙালি ফুটবলার সৌভিক চক্রবর্তী। তাকে সঙ্গ দেওয়ার জন্য থাকছেন সাউল ক্রেসপো এবং অজয় ছেত্রী।

দুই উইং থেকে লাল-হলুদ জার্সিতে খেলবেন নাওরেম মহেশ সিং এবং নন্দকুমার শেখর। সবার উপরে থেকে দলের ফরওয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন ব্রাজিলিয়ান তারকা ক্লেটন সিলভা। উল্লেখ্য, এবারের এই সুপার কাপের ফাইনালে অতিরিক্ত সময় তার করা গোলেই চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। তাই এবারের এই হাইভোল্টেজ ম্যাচে তার দিকেই নজর থাকবে সকলের।