Kolkata Derby: মিশন ডার্বি জয়, এক নজরে মোহনবাগানের একাদশ

Kolkata Derby: আইএসেলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। শুধুমাত্র সার্জিও লোবেরার ওডিশা এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল…

warm welcome at VYBK

Kolkata Derby: আইএসেলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। শুধুমাত্র সার্জিও লোবেরার ওডিশা এফসির সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। তাছাড়া বাকি সব কটি ম্যাচেই জয় পেয়েছে মোহনবাগান। গত ম্যাচে খালিদ জামিলের জামশেদপুর এফসির বিপক্ষে ও বড় ব্যবধানে জয় এসেছিল মেরিনার্সদের।

সেই ধারা বজায় রেখেই এবার টুর্নামেন্টের এই দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচ জিততে চায় শুভাশিসরা। সেইমতো গত কয়েকদিন ধরে কঠোর অনুশীলন করেছে গোটা দল। একনজরে দেখে নেওয়া যাক দলের প্রথম একাদশ।

পূর্ব পরিকল্পনা মতই আজ দলের তিনকাঠি সামলাবেন বিশাল কাইথ। দলের রক্ষণভাগে থাকছেন অধিনায়ক শুভাশিস বসু, আনোয়ার আলী, জাপানি ফুটবলার হেক্টর ইউৎসে। দলের মাঝ মাঠে থাকছেন ফিনল্যান্ডের দাপুটে ফুটবলার তথা আপামর বাগান জনতার অন্যতম ভরসা জনি কাউকো। পাশাপাশি থাকছেন সাহাল আব্দুল সামাদ, অভিষেক এবং কিছুটা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যাবে অজি তারকা দিমিত্রি পেত্রাতোসকে।

সেইসাথে দুই উইং থেকে খেলতে পারেন ভারতীয় তারকা লিস্টন কোলাসো এবং মনবির সিং। সেই সঙ্গে ফরওয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন জেসন কামিন্স। দলের রিজার্ভ বেঞ্চে থাকছেন আর্মান্দো সাদিকু, ব্রান্ডন হ্যামিল, নামতে, অনিরুদ্ধ থাপা সহ কিয়ানর নাসিরির মত ফুটবলারদের।

এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করাই একমাত্র লক্ষ্য মেরিনার্সদের। সেক্ষেত্রে সার্জিও লোবেরার ওডিশা এফসিকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে যাবে ময়দানের এই প্রধান।