Santanu Thakur: ‘সিএএ-এনআরসি করলে উড়িয়ে দেবো’ মন্ত্রী শান্তনু ঠাকুরকে জঙ্গিদের হুমকি চিঠি

ভোটের আগে মন্ত্রী পেলেন জঙ্গিদের নামে হুমকি চিঠি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে হুমকি চিঠিতে লেখা আছে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার নাম। টাইপ করা…

Santanu Thakur

ভোটের আগে মন্ত্রী পেলেন জঙ্গিদের নামে হুমকি চিঠি। কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে হুমকি চিঠিতে লেখা আছে জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার নাম। টাইপ করা চিঠি দেখিয়েছেন খোদ মন্ত্রী। তবে চিঠি লেখা বাংলায়।এভাবে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠন হুমকি দেয়না। যেহেতু মন্ত্রীকে খুনের হুমকি দেওয়া চিঠি তাই তাঁর নিরাপত্তার বিষয়টি জড়িত।

উত্তর ২৪ পরগনার বনগাঁ ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের প্রয়াত বীনাপানি দেবীর (বড়মা) ঘর দখল কে কেন্দ্র করে রবিবার রাত থেকেই উত্তপ্ত ঠাকুরবাড়ি। যুযুধান তৃণমূল শিবিরের মমতাবালা ঠাকুর ও বিজেপি শিবিরে শান্তনু ঠাকুর। রবিবার রাত থেকে গরম ঠাকুরবাড়ি। ক্ষুব্ধ মতুয়া ভক্তরা।

সাম্প্রতিক সিএএ ইস্যুতে আড়াআড়ি দু ভাগে বিভক্ত গোটা মতুয়া সমাজ। এর মধ্যেই নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈবার নামাঙ্কিত উড়ো চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। চিঠিটি এসেছে বসিরহাট মহকুমার দেগঙ্গার থানার হাদিপুর এলাকা থেকে।

চিঠির প্রেরক নজরুল ইসলাম,সাহেব আলী,ফরেজ আলী। সেই চিঠিতে নিজেদেরকে লস্কর ই তৈবা জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য বলে পরিচয় দিয়েছেন তারা। স্পষ্ট করে লেখা হয়েছে এরাজ্যে সিএএ এনআরসি চালু হলে যদি মুসলমানদের উপর অত্যাচার হয়, তবে তার পরিণাম হবে ভয়ংকর । গোটা দেশ জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি ঠাকুরনগর ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে।

চিঠি প্রসঙ্গে শান্তুনু ঠাকুর বলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী সে রাজ্যের এই অবস্থা । এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। চিঠি সম্পর্কে মমতাবালা ঠাকুর বলেন, পুরোটাই নাটক I রবিবার রাতের ঘটনা ধামচাপা দিতেই নাটক করছে শান্তুনু।