Stephen Constantine: ‘প্রিয় ছাত্র’ সুমিত পাসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য লাল-হলুদ কোচের

বর্তমানে লাল-হলুদ (East Bengal) সমর্থকদের কাছে চক্ষুশূল হয়েছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। ফুটবল মরশুমের শুরুতে সমর্থকরা তাকে ভরসা করলেও সময়ের সাথে বদলেছে পরিস্থিতি।

Sumit Passi, East Bengal Footballer

বর্তমানে লাল-হলুদ (East Bengal) সমর্থকদের কাছে চক্ষুশূল হয়েছেন কোচ স্টিফেন কনস্ট্যানটাইন (Stephen Constantine)। ফুটবল মরশুমের শুরুতে সমর্থকরা তাকে ভরসা করলেও সময়ের সাথে বদলেছে পরিস্থিতি। গতবারের মতো এবার ও আইএসএলে ধরাশায়ী হয়েছে ইস্টবেঙ্গল। লিগের একেবারে তলানিতে থেকেই শেষ করেছে নিজেদের অভিযান। যা দেখে ক্ষোভে ফুঁসছে সমর্থকরা। এমনকি সুপার কাপের পরেই তাঁকে দল থেকে ছেটে ফেলার ইঙ্গিত এসেছে ইমামি ম্যানেজমেন্টের তরফ থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন স্টিফেন কনস্ট্যানটাইন।

আজ কিছু সময় আগে, জনপ্রিয় এক মাধ্যমের লাইভে অংশগ্রহণ করেন লাল-হলুদ কোচ। সেখানেই দলের ফুটবলার সুমিত পাসি কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। প্রথমে সেই অনুষ্ঠানে সুমিত পাসিকে নিয়ে প্রশ্ন করা হলে কোচ বলেন, পাসি আমার কোনও ছেলে নয়। কারন ওর বাড়ির লোক কিংবা মায়ের সঙ্গে আমি কখনো আলাপ করিনি।

যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে। অনেকেই এই কথা হেসে উড়িয়ে দিয়েছেন। আবার অনেকেই রেগে আগুন হয়েছেন। তবে এই নিয়ে এখনো পর্যন্ত সুমিত তরফে কিছু জানা যায়নি।

আগামী মাস থেকেই শুরু হচ্ছে সুপার কাপ। এখন সেটাই ডেডলাইন প্রাক্তন ভারতীয় কোচের। আদৌ দল ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।