Kiyan Nassiri: কার্ডের ভয় নিয়ে খেলতে রাজি নই: কিয়ান

মুম্বই সিটি এফসি বনাম মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ম্যাচে কার্ডের ছড়াছড়ি। ম্যাচের শেষ বাঁশি বাজার পরেও রেফারি রাহুল গুপ্তা কার্ড দেখিয়েছেন বলে জানা…

Kiyan Nassiri

মুম্বই সিটি এফসি বনাম মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের ম্যাচে কার্ডের ছড়াছড়ি। ম্যাচের শেষ বাঁশি বাজার পরেও রেফারি রাহুল গুপ্তা কার্ড দেখিয়েছেন বলে জানা গিয়েছিল। ঠিক কতজন কার্ড দেখেছিলেন সেই ম্যাচে, এ ব্যাপারে অনেকের ধারণা স্পষ্ট নয়। রেফারি নিয়ে লাগাতার বিতর্ক। সেই কথা অবশ্য মাথায় রাখছেন না কিয়ান নাসিরি (Kiyan Nassiri) । এফসি গোয়ার বিরুদ্ধে আজ নির্ভীক ফুটবল খেলতে চান তিনি।

আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত? 

এফসি গোয়ার বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচ রয়েছে আজকে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাগান কোচ হুয়ান ফেরান্ডো ও কিয়ান নাসিরি। সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী দেখিয়েছে বাগানের তরুণ তুর্কিকে। “কার্ডের ভয় নিয়ে খেলতে রাজি নই আমরা। যে কোনও ট্যাকল বা ড্রিবলই আমরা নির্ভয়ে এবং সর্বশক্তি দিয়ে করব। এটা আমাদের কাছে কোনও সমস্যা নয়”, বলেছেন কিয়ান।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন? 

তবে তিনি এটাও বলেছেন, “গত ম্যাচে যা হয়েছে, তা সত্যিই হতাশাজনক। কিন্তু গত ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে আমাদের আরও মরিয়া হয়ে উঠতে হবে। কারণ, আমাদের এই ম্যাচে জিততে হবে। এ ছাড়া বাড়তি মোটিভেশনের প্রয়োজন হয় না। সব সময়ই আমরা উজ্জীবিত থাকি ভাল খেলার জন্য। প্রতি ম্যাচেই জয় পাওয়া, এমনকী, অনুশীলনে ছোট ছোট ম্যাচে জেতাও আমাদের প্রেরণা জোগায়। এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে জিতে লিগ টেবলের শীর্ষে পৌঁছনোর মোটিভেশন তো থাকবেই। কিন্তু প্রতি ম্যাচেই জেতার তাগিদ নিয়ে মাঠে নামি আমরা।”

আরও পড়ুন: East Bengal Vs Odisha FC: রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কুয়াদ্রাত 

কিয়নের বিশ্বাস, গোয়ার ডিফেন্স ভাঙার জন্য যথেষ্ট শক্তি সুপার জায়ান্টের রয়েছে, “আমাদের আক্রমণ বিভাগের সেই শক্তি আছে। আমাদের ডিফেন্ডার, মিডফিল্ডাররাও গোল করছে। গোল করার ক্ষেত্রে আমাদের কোনও সমস্যা নেই। গোয়া অপরাজিত আছে ঠিকই। ওদের রক্ষণ খুবই ভাল। কিন্তু আমাদের সেরাটা দিতে হবে।”