East Bengal Vs Odisha FC: রেফারিং নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন কুয়াদ্রাত

গত শুক্রবার নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সময়ের শেষে কালকে ও গোলশূন্যভাবে…

East Bengal Head Coach Carles Cuadrat

গত শুক্রবার নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার শক্তিশালী ওডিশা এফসির (Odisha FC) মুখোমুখি হয়েছিল কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। নির্ধারিত সময়ের শেষে কালকে ও গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ। যার দরুণ দশ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে থাকল কলকাতার এই প্রধান। অন্যদিকে, দশ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে আইএসএল পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নিজেদের ধরে রাখল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব।

আরও পড়ুন: East Bengal: শনিতে কুলদাকান্ত শিল্ডের ফাইনাল খেলতে নামছে লাল-হলুদ 

তবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট আসলেও তা নিয়ে খুব একটা খুশি হতে পারেনি লাল-হলুদ জনতা। আসলে, ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম শক্তিশালী ফুটবল দল তথা ওডিশার মুখোমুখি হলেও অনবদ্য পারফরম্যান্স করে মশাল ব্রিগেড। গত ম্যাচের মত এবার ও বজায় থাকে তাদের দলের অনবদ্য ডিফেন্স। যার দরুণ বেগ পেতে যথেষ্ট সময় লাগে ওডিশা ফুটবল দলকে। তবে শুধু রক্ষনভাগ নয়, আজ গোটা ম্যাচ জুড়ে ঝাঁঝালো আক্রমণের ও সাক্ষী থাকে সমর্থকরা।

আরও পড়ুন: East Bengal Vs Odisha FC: লড়াই করেও ওডিশার বিপক্ষে ম্যাচ ড্র লাল-হলুদের 

একাধিকবার গোলের সুযোগ আসলে ও সেখান থেকে গোল তুলে নেওয়া সম্ভব হয়নি লাল-হলুদ ব্রিগেডের পক্ষে। পরবর্তীতে একাধিকবার লাল-হলুদ ফুটবলারদের তরফ থেকে পেনাল্টির আবেদন করা হলেও তাতে খুব একটা কর্নপাত করতে দেখা যায়নি ম্যাচ রেফারিকে। যারফলে, প্রথমার্ধের শেষে গোলশূন্য থাকে ফলাফল। তবে একইভাবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ইস্টবেঙ্গল দলের ফুটবলাররা গোলের সুযোগ পেলেও তা ফিনিশ করতে সক্ষম থাকেনি। তবে সেখানেই শেষ নয়। পরবর্তীতে আরো দুইবার তাদের তরফ থেকে পেনাল্টির আবেদন করা হলেও সেই আগের মতোই সমস্ত কিছু অগ্ৰহ্য করতে থাকেন রেফারি। যা কিছুতেই ভালোভাবে নেয়নি দলের সমর্থকরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই পক্ষ।

আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত? 

তবে পরবর্তীতে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে এই নিয়েই ক্ষোভ উগড়ে দেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত। কিছুটা মজার ছলে থাকলেও সেইখান থেকেই রেফারিং নিয়ে প্রশ্ন তুলতে থাকেন বারংবার। তার পাশাপাশি আইএসএলের মতো বৃহৎ টুর্নামেন্টে ভিএআর প্রযুক্তির আগমন যে কতটা আবশ্যক সেটিও তুলে ধরেন লাল-হলুদ হেড কোচ। তবে গত শুক্রবার জয় না আসলেও এক পয়েন্ট পেয়ে খুশিনন কুয়াদ্রাত।