East Bengal: শনিতে কুলদাকান্ত শিল্ডের ফাইনাল খেলতে নামছে লাল-হলুদ

গত ২১ তারিখ কুলদাকান্ত শিল্ডের (Kuldakanta Shield ) প্রথম ম্যাচে রায়গঞ্জ টাউন ক্লাবকে বিড়াট বড় ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। একে একে চারটি গোল করেছিলেন…

East Bengal Set for Kuldakanta Shield

গত ২১ তারিখ কুলদাকান্ত শিল্ডের (Kuldakanta Shield ) প্রথম ম্যাচে রায়গঞ্জ টাউন ক্লাবকে বিড়াট বড় ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। একে একে চারটি গোল করেছিলেন লাল-হলুদের তরুণ তারকা জেসিন টিকে। এছাড়াও গোল পেয়েছিলেন সঞ্জীব ঘোষ ও শ্যামল বেসরা। যারফলে, টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে আসে কলকাতা ময়দানের এই প্রধান। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এবার চূড়ান্ত সাফল্য পাওয়ার অপেক্ষায় সকলে। এসবের মাঝেই আজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল বৈদ্যবাটি এফসি ও আরটিসি। নির্ধারিত সময়ের পর মূলত ট্রাইবেকারে তাদের পরাজিত করে আরটিসি।

আরও পড়ুন: Mohun Bagan Secretary: নাম না-করে পড়শিদের নিয়ে কী বললেন দেবাশিস দত্ত? 

   

সেই সুবাদে আজ, শনিবার এই ঐতিহ্যবাহী কুলদাকান্ত শিল্ডের ফাইনাল ম্যাচে ওরিয়েন্টাল জুয়েলার্স আরটিসির মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। এখন এই ম্যাচের দিকেই নজর সকলের। মূলত খেতাব জয় করেই মাঠ ছাড়ার লক্ষ্য দুই দলের। শেষ হাসি কে হাসে এখন সেটাই দেখার।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগান নিয়ে এবার বিষ্ফোরক শিশির ঘোষ, কিন্তু কেন? 

উল্লেখ্য, এবারের এই ফুটবল লিগের শুরুটা যথেষ্ট ভালো করলেও পরবর্তীকালে প্রিমিয়ার ডিভিশন লীগের সুপার সিক্সে গিয়ে নিজেদের ছন্দ হারাতে থাকে এই ফুটবল দল। ময়দানের আরেক প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হতেই চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যায় মশাল ব্রিগেড। যা নিয়ে প্রচন্ড হতাশ ছিল সকলেই। তারপর আরও একাধিক ফুটবল টুর্নামেন্ট খেলতে গেলেও খুব একটা সুবিধা করতে পারেনি তুহিন-জেসিনরা।

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

তবে এবার রায়গঞ্জ থেকে এই ঐতিহ্যবাহী ফুটবল শিল্ড জিতে শহরে ফিরতে একেবারে বধ্যপরিকর এই ফুটবল দল। সেইমতো দলের ছেলেদের বিশেষ অনুশীলন করিয়েছেন কোচ। এবার সেই প্রভাব ম্যাচে ফেলতে মরিয়া দলের ফুটবলাররা।