ভারতীয় ফুটবলের উদীয়মান নক্ষত্র কিয়ান নাসিরি

ডার্বি ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিট শুধুই ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড কিয়ান নাসিরির।নাসিরির (Kian Nasiri) ফুটবল কেরিয়ারে সোনালি মুহুর্ত ওই ৬…

Kian Nasiri

ডার্বি ম্যাচের অতিরিক্ত সময়ের ৬ মিনিট শুধুই ATK মোহনবাগানের (ATK Mohun Bagan) তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড কিয়ান নাসিরির।নাসিরির (Kian Nasiri) ফুটবল কেরিয়ারে সোনালি মুহুর্ত ওই ৬ মিনিটে নিজেকে মেলে ধরার, ভারতীয় ফুটবল মানচিত্রে। ওই ৬ টা মিনিট কিয়ান নাসিরির ফুটবল কেরিয়ারে আজীবন সোনালি রেখা।

সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচের ৬৪ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কিয়ান নাসিরির প্রথম গোল ডার্বি ম্যাচে। তাও কখন টিম যখন এক গোলে পিছিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের থেকে। ম্যাচের ৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড, পিছিয়ে পড়ে মেরিনার্স ক্যাম্প।

হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণকে প্রথম একাদশে রাখে নি ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে। মাঠেও নামায় নি ফিজিয়ান গোল্ডেন বয়কে। এই সুযোগ কিয়ান নাসিরির কাছে লুফে নিলেন। করলেন হ্যাটট্রিক, নাটকীয় মুহুর্ত বললেও কম বলা হবে। মেলোড্রামাটিক ছন্দপতন এসসি ইস্টবেঙ্গলের অতিরিক্ত ৬ মিনিটে। লাল হলুদ জনতার চোখ বয়ে চলেছে ‘লাল হলুদ কান্নায়’।

ম্যাচের অতিরিক্ত ৯৩ এবং ৯৪ মিনিটে কিয়ান নাসিরির বলে শট লাল হলুদ ব্রিগেডের জালে জড়াতেই ইতিহাস গড়ে ফেললেন তরুণ এই প্রতিভাবান ফুটবলার। দুটো পায়ই কথা বলে কিয়ানের। অতিরিক্ত সময়ে যে দুটো গোল করেছে মেরিনার্সদের হয়ে তার মধ্যে দুই নম্বর গোল ডান পায়ে নেওয়া শট এবং তৃতীয় তথা হ্যাটট্রিক করা গোল শট নিয়েছে বা পা দিয়ে। পুরো মাখনের ওপর ছুড়ি চালানো নিখুঁত ফিনিশার। ভারতীয় ফুটবলের উদীয়মান নক্ষত্র কিয়ান নাসিরি।

এমন ঐতিহাসিক মুহুর্তে দাঁড়িয়ে ATK মোহনবাগানের পরপর দুটো টুইট পোস্ট,”গোল স্কোরার। ইতিহাস নির্মাতা।’
পারিবারিক ঐতিহ্য বজায় রেখে ডার্বির শোস্টপার হচ্ছেন কিয়ান নাসিরি! 😎
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমুন #HeroISL #ATKMBSCEB “
দ্বিতীয় টুইট পোস্ট হল,”ফাতোর্দায় অবিশ্বাস্য দৃশ্য!
কিয়ান নাসিরি একটি হ্যাটট্রিক করেন যা চূড়ান্ত বাঁশিতে যেতে মাত্র সেকেন্ডে আমাদের ৩-১ এগিয়ে রাখে।
যুবকের জন্য কি একটি রাত এবং খেলা শেষ! 👏🙌
#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমুন #HeroISL #ATKMBSCEB “
গত ISL মরসুম এবং চলতি ২০২১-২২ ISL সেশন মিলিয়ে চার ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। দিনের শেষে হ্যাটট্রিক করে মেরিনার্স ক্যাম্পের নায়ক কিয়ান নাসিরি।