‘করোনা’ পরিস্থিতির বাস্তব চিত্র এবার ফুটে উঠবে সিনেপর্দায়

৪  ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘আমার পরিবার’।ছবির টিজার এবং গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।ছবির গান গেয়েছেন শংকর প্রসাদ সোহম ও সুমিত্রা সোহম। ছবিটি…

amar paribar

৪  ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘আমার পরিবার’।ছবির টিজার এবং গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।ছবির গান গেয়েছেন শংকর প্রসাদ সোহম ও সুমিত্রা সোহম। ছবিটি প্রযোজনা করছে ‘এ গোল্ডেনডিয়ার এন্টারটেইনমেন্ট’ এর শেলি রায়।ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিন্স(আরিয়ান প্রিন্স রায়)।

সুপারহিট ছবি ‘নাজেনেমন’,’দিলের বাজে বারোটা’র পর এটি প্রযোজনা সংস্থার তিন নম্বর ছবি। কাহিনী,চিত্তনাট্য এবং পরিচালনা করেছেন প্রিন্স নিজেই!বাস্তবধর্মী এই ছবিতে দেখা যাবে করোনা-লকডাউনের প্রভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা কর্মহীন হয়ে কিভাবে জীবন যাপন করেছে,সেটাই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে।

সিনেমাটিতে প্রিন্স অভিনীত চরিত্রের নাম জয়। যে একজন শিক্ষিত,বেকার যুবক।সামান্য টিউশন করিয়ে সংসার চালায়।সংসারে কর্মহীন বৃদ্ধ বাবা,অসুস্থ মা,ছোট ভাই,ডিভোর্সই দিদি এবং ছোট ভাগ্নি আছে।সবার পেট চালানোর দায়িত্ব জয় এর ওপর।লকডাউনে সাধারণ বাড়ির একটা যুবকের সংসার চালানোর জীবন সংগ্রাম এবং তার পরিপ্রেক্ষিতে একটা যুবকের আত্মত্যাগের কাহিনীকে তুলে ধরা হয়েছে। ছবিতে প্রিন্স ছাড়াও রয়েছেন বেদরস্রী,অনুময়,সুশীল,ঋতুপর্ণা,রাখি সহ একঝাঁক নতুন।