নতুন চুক্তি সম্পন্ন করেই ফের দলবদল, তাক লাগিয়ে দিল ISL ক্লাব

কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) যেভাবে তাদের নতুন বিদেশি ফুটবলারকে দলে টানল তাতে অনেকেই বিস্মিত। ভারতীয় ট্রান্সফার মার্কেটে জোর আলোচনা চলছে Kwame Peprah – কে নিয়ে।

kwame peprah

ভারতীয় ফুটবলে দল বদল সংক্রান্ত অনেক গল্প এখনও শোনা যায়। আগেকার দিনে ফুটবলারদের হাইজ্যাক, হোটেল বন্দী করে রাখার গল্প প্রচলিত রয়েছে কলকাতা ময়দানে। আধুনিক পেশাদার জমানায় এরকম ঘটনা আর শোনা যায় না। কিন্তু কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) যেভাবে তাদের নতুন বিদেশি ফুটবলারকে দলে টানল তাতে অনেকেই বিস্মিত। ভারতীয় ট্রান্সফার মার্কেটে জোর আলোচনা চলছে Kwame Peprah – কে নিয়ে।

অনেকে মনে করেছিলেন আর্জেন্টিনার কোনো ফুটবলারকে দলের সঙ্গে যুক্ত করতে পারে কেরালা ব্লাস্টার্স। এই জল্পনা যখন চলছে তখন আচমকা ক্লাবের পক্ষ থেকে দেওয়া হল সই সংবাদ। আর্জেন্টিনার খেলোয়াড় নয়, ইন্ডিয়ান সুপার লীগের এই ক্লাব চূড়ান্ত করেছে ২২ বছর বয়সী এক আফ্রিকান স্ট্রাইকারের সই। তিনি Kwame Peprah। মজার বিষয় হল, সপ্তাহ দুয়েক আগেই নতুন একটি চুক্তি পত্রে তিনি সম্মতি জানিয়েছিলেন।

বিভিন্ন স্পোর্টস রিপোর্ট থেকে জানা যায়, ইসরায়েলের ক্লাব Hapoel Hadera এর সঙ্গে স্বল্প দৈর্ঘ্যের চুক্তিতে সই করেছিলেন পেপ্রাহ। আন্দাজ সপ্তাহ দুয়েক আগে দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছিল বলে জানা যাচ্ছে। চুক্তির ডেডলাইন ছিল ১৫ আগস্ট পর্যন্ত। স্থানীয় টুর্নামেন্টের কথা মাথায় রেখে চুক্তি করা হয়েছিল। বিষয়টা জানতে পেরেছিল ভারতের ক্লাব কেরালা ব্লাস্টার্স। সঙ্গে সঙ্গে তরুণ এই স্ট্রাইকারের দিকে নজর ঘোরায় তারা। দ্রুত গতিতে শুরু হয় আলোচনা, সম্পন্ন হয় চুক্তি।

উক্ত ফুটবলারের এজেন্ট কেরালার ক্লাবের সঙ্গে এই সই সম্পর্কে বলেছেন, ” আমাদের কাছে একাধিক ক্লাবের অফার ছিল। সবকটা অফার খতিয়ে দেখার পর আমরা কেরালা ব্লাস্টার্সকে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। ওদের বিশাল ফ্যান বেস রয়েছে এবং ক্লাবের প্রোজেক্ট আমাদের পছন্দ হয়েছে।”