ED: বিপুল টাকার সন্ধানে লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে ইডি হানা

বিদেশ থেকে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন রবিবার। আর সোমবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় একযোগে হানা দিলেন ED অফিসাররা। জানা গিয়েছে,…

বিদেশ থেকে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরেছেন রবিবার। আর সোমবার দক্ষিণ ২৪ পরগনার একাধিক এলাকায় একযোগে হানা দিলেন ED অফিসাররা।

জানা গিয়েছে, অভিষেক ঘনিষ্ঠ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে চলে অভিযান। সুজয়কৃষ্ণ ভদ্রর মেয়ে-জামাইয়ের ফ্ল্যাট-সহ ৩টি জায়গায় একযোগে হানা দেয় ইডি। সূত্রের খবর বিপুল টাকার সন্ধান করছে ইডি।

সোমবার সকালেই লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে হানা দেম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা।  নিয়োগ দুর্নীতির মাধ্যমে তোলা টাকা সুজয়কৃষ্ণ ভদ্র কোথায় কোথায় সরিয়েছে তার তদন্ত করতেই তল্লাশি অভিযান বলে জানা গেছে। নিউ আলিপুরের পাশাপাশি লি রোডে একটি  ফ্ল্যাটে হানা দিয়েছেন ইডি গোয়েন্দারাএই ফ্ল্যাট সুজয়কৃষ্ণের মেয়ে জামাইয়ের। সুজয়কৃষ্ণ এটি কিনেছিলেন বলে ইডি সূত্রে খবর। এ ছাড়া জোকা ও ঠাকুরপুকুরের একাধিক ঠিকানায় ইডি তল্লাশি চলছে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। এই লিপস অ্যান্ড বাউন্ড কোম্পানিতে সিইও ছিলেন। অভিষেকের পরিবারের সদস্যরা এই কোম্পানির কর্মকর্তা।

নিয়োগ দুর্নীতির তদন্তে এমন একযোগে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার বিভিন্ন জায়গায় ইডি হানার জেরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য। শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে চাপা আতঙ্ক ছড়িয়েছে। বিরোধী বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের দাবি তদন্ত দ্রুত শেষ করুক ইডি। চুনোপুঁটি না ধরে দুর্নীতির দুই মাথাকে গ্রেফতার করুক দ্রুত। তাঁদের দাবি, কালীঘাটেই আছে দুর্নীতির মাথা।