Wednesday, November 29, 2023
HomeBharatTripura: উপনির্বাচনের আগে ১০ কোটি টাকার হেরোইন উদ্ধারে তীব্র চাঞ্চল্য

Tripura: উপনির্বাচনের আগে ১০ কোটি টাকার হেরোইন উদ্ধারে তীব্র চাঞ্চল্য

আসন্ন উপনির্বাচনের আগে ফের বিপুল হেরোইন বাজেয়াপ্ত হল (Tripura) ত্রিপুরায়। উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার জানান, প্রায় ১০ কোটি টাকার হেরোইন উদ্ধার চুরাইবাড়িতে। আটক একটি গাড়িসহ তিন পাচারকারীকে। জানা গেছে অসম থেকে আসা গাড়ি চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশ চেকিং করার সময় হেরোইন বাজেয়াপ্ত করা হয়। 

   

তল্লাশিতে চেম্বার থেকে ১০০ টি সাবানের পাত্রে মোট ১ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এই নেশা পাচারের খবর, আগেই পুলিশের কাছে ছিল। সেই মোতাবেক পুলিশ সুপার সমরেশ দাসের নেতৃত্বে সাত সকালে অভিযানে নামে পুলিশ।

রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহার নির্দেশে ১৯ শে আগস্ট থেকে চুরাইবাড়ি থেকে সাপভূম পর্যন্ত ১৬ টি নাকা চেকপয়েন্ট তৈরি করা হয়েছে।  রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে নেশা বিরোধী অভিযান। নাকা চেকিংয়ের সময় গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে গোপন চেম্বার থেকে হেরোইন উদ্ধার হয়। তার সাথে তিনজনকে আটক করা হয়।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন, আব্দুল আলি, সমরকৃষ্ণ দাস, প্রসেনজিৎ দাস। এই হেরোইনের মূল্য ১০ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আগামীকাল তাদের জেলা আদালতে পেশ করা হবে।

পুলিশ সুপারের বক্তব্য, ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ১৯ আগস্ট থেকে ত্রিপুরায় ১৬ টি নাকা চেকিং তৈরি করা হয়েছে। তাতেই ধরা পড়েছে গাড়িটি। প্রায় ১০০ টি সাবান কেসের মধ্যে ১০ কোটির নেশাদ্রব্য রয়েছে।

Latest News