Archery : তিরন্দাজি’তে সোনা জিতে বাজিমাত করলেন বাংলার জুয়েল

তিরন্দাজি’র (Archery) এশিয়া কাপ (Asia Cup) চ‍্যাম্পিয়ান হল ভারত,ইরাকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রিকার্ভে দলগত বিভাগে চ‍্যাম্পিয়ান হলো দেশ।বুধবার বাংলাদেশকে ৫-১ ফলাফলে হারিয়ে দেয় তারা,সেই স্কোয়াডে…

তিরন্দাজি’র (Archery) এশিয়া কাপ (Asia Cup) চ‍্যাম্পিয়ান হল ভারত,ইরাকে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রিকার্ভে দলগত বিভাগে চ‍্যাম্পিয়ান হলো দেশ।বুধবার বাংলাদেশকে ৫-১ ফলাফলে হারিয়ে দেয় তারা,সেই স্কোয়াডে আছেন জুয়েল।

ঝাড়গ্রামের বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার। তিনি ছাড়াও স্কোয়াডে আছেন ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের দু’জন।গোটা প্রতিযোগিতায় সব মিলিয়ে মোট আটটি সোনা, চারটি রুপো এবং দুটি ব্রোঞ্জ জিতেছে ভারত।

গত ২ থেকে ১০ এপ্রিল ঝাড়খণ্ডে জাতীয় র‌্যাঙ্কিং তিরন্দাজি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল,প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে ছিলো জাতীয় তিরন্দাজি সংস্থা এবং ঝাড়খণ্ড তিরন্দাজি সংস্থা।সেই প্রতিযাগীতায় সাব জুনিয়র রিকার্ভ ক‍্যাটাগরিতে জুয়েলের স্থান ছিলো প্রথম।

এশিয়া কাপের বাছাই শিবির’ও অনুষ্ঠিত হয়েছিল ঝাড়খণ্ডে,সেখানেও জুনিয়র রিকার্ভে প্রথম স্থান অর্জন করে জাতীয় দলে সুযোগ করে নেন জুয়েল।মালদহ’র বাসিন্দা এই আর্চার এবছর মাধ‍্যমিক পরীক্ষা দিয়েছিলেন।