Juan Fernando: পোগবাকে নিয়ে বিশেষ পরিকল্পনা ফেরেন্দোর, জানুন

গত ফুটবল মরশুমে সবাইকে পিছনে ফেলে আইএসএল চ্যাম্পিয়ন হলেও দক্ষ স্ট্রাইকারের অভাব ছিল শুরু থেকেই। দলে হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলার দলে থাকলেও আদতে কেউ ছিলেননা স্ট্রাইকার।

Juan Fernando, Pogba

গত ফুটবল মরশুমে সবাইকে পিছনে ফেলে আইএসএল চ্যাম্পিয়ন হলেও দক্ষ স্ট্রাইকারের অভাব ছিল শুরু থেকেই। দলে হুগো বুমোস থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোসের মতো ফুটবলার দলে থাকলেও আদতে কেউ ছিলেন না স্ট্রাইকার। যারফলে, এই নতুন মরশুমে সেই সমস্যা দূর করার জন্যই দলে আনা হয় অজি বিশ্বকাপার জেসন কামিন্সকে।

গত কয়েকমাস তাকে নিয়ে টালমাটাল পরিস্থিতি চলার পর অবশেষে কিছুদিন আগে সরকারিভাবে দলের তরফ থেকে ঘোষণা করা হয় এই তারকা ফুটবলারের নাম। তারপর থেকেই কামিন্সের আশার অপেক্ষায় দিন গুনতে শুরু করে আপামর মোহনবাগান জনতা। অবশেষে আজ ভোররাতে কলকাতা বিমানবন্দরে নামেন অস্ট্রেলিয়ার এই গোলমেশিন। তাকে বরন করে নেওয়ার জন্য সমর্থকদের অপেক্ষা ছিল অনেকক্ষণ। তবে কামিন্স বেরোনোর আগে দেখা দেয় নতুন টুইস্ট।

সকলকে চমকে দিয়ে বিমানবন্দরে ধরা দেন পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবা। যারফলে, তাকে দেখে রীতিমতো চমকে যেতে হয় সকলকে। আসলে শেষ ফুটবল মরশুমে চোটের জন্য খুব একটা খেলতে পারেননি এই তারকা ফুটবলার। যারফলে, হতাশ হয়ে ফিরে যেতে হয়েছিল নিজের দেশে। অনেকেই মনে করেছিলেন আর হয়ত ফিরবেন না এই ফুটবলার। তাছাড়া নতুন মরশুমে দল গঠনের সময় একাধিকবার একাধিক ফুটবলারের নাম উঠে আসতে শুরু করলেও কখনোই সামনে আসেনি পোগবার নাম। তবে এই অপ্রত্যাশিত আগমন হলেও তাকে বরন করতে কোনো ত্রুটি রাখেননি মেরিনার্সরা। তবে প্রশ্ন ছিল এবারের এই তারকাখচিত দলে আদৌও কতটা সুযোগ পাবেন এই ফুটবলার? সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর, মোহনবাগান দলের থেকেই টিকিট পেয়ে কলকাতা উড়ে এসেছেন এই তারকা ফুটবলার। যারফলে, তার ডেস্টিনেশন যে মোহনবাগান সেটা সম্পূর্ণ নিশ্চিত। আরও জানা গিয়েছে, গত ফুটবল মরশুমে চোটের কারনে খেলতে না পারায় নাকি যথেষ্ট হতাশায় কেটেছে এই ফুটবলারের। তাছাড়া এই তারকা ফুটবলারের সঙ্গে দলের চুক্তি থাকায় তাকে নাকি আগামী কয়েকদিন ঝালিয়ে নিতে চান হুয়ান ফেরেন্দো। সেখানে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেই দলে রাখা হতে পারে পোগবাকে। অন্যথায় লোনে অন্যকোনো ফুটবল দলে পাঠানো হতে পারে এই তারকা ফুটবলার