Carlos Santamarina: ইন্টার কাশী দলের দায়িত্বে এবার এই বিদেশি কোচ

গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকবারই নয়া ফুটবল ক্লাবের আগমন ঘটে জাতীয় টুর্নামেন্ট তথা আইলিগে। এবার ও থেকেছে একই ট্রেন্ড। এবার উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে আসলো কোনো ফুটবল ক্লাব।

Carlos Santamarina

গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেকবারই নয়া ফুটবল ক্লাবের আগমন ঘটে জাতীয় টুর্নামেন্ট তথা আইলিগে। এবার ও থেকেছে একই ট্রেন্ড। এবার উত্তরপ্রদেশ থেকে প্রথমবারের মতো জাতীয় স্তরে উঠে আসলো কোনো ফুটবল ক্লাব। সেটি হল বারাণসীর এই ইন্টার কাশি ফুটবল ক্লাব। মূলত একাধিক বিদেশি ফুটবল ক্লাবের হাত ধরে এবার বড় টুর্নামেন্টে খেলতে নামছে এই দল। যাদের মধ্যে রয়েছে আটলেটিকো মাদ্রিদ থেকে শুরু করে এফসি এন্ডোরা ও ইন্টার এসক্যালডেসের মতো ক্লাব।

বর্তমান সময়ে দাঁড়িয়ে আই লিগের জন্য নিজেদের শক্তিশালী দল নামানোই একমাত্র লক্ষ্য এই ফুটবল ক্লাবের। সেজন্য এবার তড়িঘড়ি করে আগত মরশুমের জন্য কোচ নির্বাচন করার পাশাপাশি শক্তিশালী দল গঠনের দিকেও নজর দেওয়া হয় তাদের তরফে। সেইমতো গত কয়েকমাস ধরে একাধিক দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড়দের দিকে ও সমান নজর দেওয়া হয় তাদের তরফে।

তবে এসবের মাঝেই এবার দলের নতুন কোচের নাম ঘোষণা করল বারাণসীর এই ফুটবল ক্লাব। আগত ফুটবল মরশুমের কথা মাথায় রেখে দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন কার্লোস সান্তামারিনা। গতকয়েক মাস আগে তার এই দলে যোগ দেওয়ার কথা শোনা গেলেও চূড়ান্ত ছিলনা কোনো কিছু। অবশেষে আজ নিজের সোশ্যাল সাইট থেকে এই নতুন কোচের নাম ঘোষণা করে ইন্টার কাশি।

যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি ফুটবল মরশুমের কথা মাথায় রেখে এই তারকা কোচকে দেওয়া হয়েছে দলের দায়িত্ব। একটা সময় হিরো ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম প্রভাবশালী দল জামশেদপুর এফসির দায়িত্ব সামলে ছিলেন সান্তামারিনা। তবে এবার নতুন চ্যালেঞ্জ এই বিদেশি কোচের কাছে।

এছাড়াও বিদেশি ফুটবলারের কথা মাথায় রেখে কিছুদিন ধরেই ২২ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার জর্ডান ল্যামেলা গ্যারিডোর সঙ্গে কথাবার্তা শুরু করেছিল ম্যানেজমেন্ট। মূলত উইঙ্গার হিসেবে ই বিশেষ পরিচিত এই তারকা ফুটবলার। গত মরশুমে সিএ অ্যান্তোনিয়ানোর হয়ে খেলেছিলেন তিনি। সব ঠিকঠাক থাকলে এই তারকা ফুটবলারের পাশাপাশি তার দুই সতীর্থ ও আসতে পারেন এই দলে।