ভারতের ‘শত্রু দেশের’ দায়িত্ব নেওয়ার পরেই অখুশি ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ

সদ্য পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। এরই মধ্যেই শোনা যাচ্ছে যে নতুন চাকরি পেয়ে অখুশি সাহেব কোচ। জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমের…

stephen constantine in pakistan

সদ্য পাকিস্তানের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন স্টিফেন কনস্টানটাইন (Stephen Constantine)। এরই মধ্যেই শোনা যাচ্ছে যে নতুন চাকরি পেয়ে অখুশি সাহেব কোচ। জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রিটার্ন টিকিট বুক করার জন্য আবেদন করেছেন স্টিফেন।

সম্প্রতি খবর পাওয়া গিয়েছিল পাকিস্তান জাতীয় দলের জন্য নিয়োগ পেয়েছেন ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন। এ খবর প্রকাশের কয়েকদিন পর শোনা গিয়েছে, পাকিস্তানি ফুটবল পরিকাঠামো দেখে তিনি যারপরনাই অসন্তুষ্ট। এ ব্যাপারে তিনি পাকিস্তান ফুটবল ফেডারেশনকে অবগত করেছেন বলেও মিডিয়া রিপোর্টে প্রকাশিত। জানা গিয়েছে, পাকিস্তানের ফুটবল পরিকাঠামো দেখে অসন্তুষ্ট স্টিফেনের প্রতিক্রিয়া, “নব্বইয়ের দশকেও এরকম ফুটবল পরিকাঠামো দেখিনি।”

হাতেগোনা কয়েকদিন পর কম্বোডিয়ার বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তানের জাতীয় দলে। স্টিফেন এর হাতে সময় খুব কম। এই পরিস্থিতিতে নতুন কোচের অভিযোগে পাকিস্তান ফুটবলের সর্বনিয়ামক সংস্থা নড়েচড়ে বসেছে বলে মনে করা হচ্ছে। জাতীয় দলের ফুটবলের জন্য বরাদ্দপরিকাঠামো থেকে শুরু করে তাদের ডায়েট চার্ট পর্যন্ত প্রায় সব বিষয় কনস্টানটাইন অখুশি বলে খবর। আশা করা হচ্ছে যে নতুন কোচকে খুশি করার জন্য দ্রুত জাতীয় দলের ফুটবলারদের জন্য কিছু ব্যবস্থা নিতে পারে পাকিস্তান ফুটবল ফেডারেশন।