AFC Champions League: ভারতের এখন ভরসা কেবল মোহনবাগান

AFC Champions League: আন্তর্জাতিক টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের তিন দল। ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসির আশা কার্যত শেষ। মঙ্গলবার নভবহরের বিরুদ্ধে ৩-০ গোলের…

Mumbai City FC

AFC Champions League: আন্তর্জাতিক টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করেছিলেন ভারতের তিন দল। ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসির আশা কার্যত শেষ। মঙ্গলবার নভবহরের বিরুদ্ধে ৩-০ গোলের হেরেছে মুম্বই সিটি এফসি। এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগে তাদের আশা কার্যত শেষ বলে ধরে নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক ক্ষেত্রে সুযোগ পেয়েছে ভারতের তিন দল – ওড়িশা এফসি, মুম্বই সিটি এফসি এবং মোহন বাগান সুপার জায়ান্ট। ওড়িশা এবং মুম্বইয়ের ফুটবল দলের পক্ষের পরের পর্বে যাওয়া খুব কঠিন। একমাত্র টানা জয়ের মধ্যে রয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। AFC প্রতিযোগিতার ম্যাচেও জয়ের মধ্যে রয়েছে তারা। সম্প্রতি মালদ্বীপের দল মাজিয়ার বিরুদ্ধে জিতেছে কলকাতার অন্যতম প্রধান দল। আশা করা হয়েছিল মঙ্গলবার উজবেকিস্তানের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ভারতের অন্যতম শক্তিশালী দল।

   

আশা এবং বাস্তবের মধ্যে পার্থক্য কতটা সেটা বুঝিয়ে দিল মুম্বই সিটি এফসি। খাতায় কলমে উজবেকিস্তানের দল নভবহরের বিরুদ্ধে লড়াই দেওয়ার মতো ক্ষমতা রাখে ভারতের বাণিজ্য নগরীর দল। বাস্তবে হল উল্টো। কয়েকটি ক্ষেত্র ছাড়া সেই অর্থে প্রবল আক্রমণ গড়ে তুলতে পারেনি মুম্বই সিটি এফসি। একটি পেনাল্টি পেয়েছিল, সেটাও হাতছাড়া।

তিনটি গোলই বিরতির পর হজম করেছে মুম্বই সিটি এফসি। ৫২, ৫৮ এবং ৮৮ মিনিটে মুম্বইয়ের বিরুদ্ধে হয়েছে গোল তিনটি। নেইমারের আল হিলালের বিরুদ্ধে খেলার আগে শঙ্কায় রাখবে দেজ বাকিংহ্যামের মুম্বই সিটি এফসি। এদিনের ম্যাচে আপুইয়ার পারফরম্যান্স ছিল বলার মতো।