East Bengal : সাউলকে মাঠে ফেরাতে মরীয়া ইস্টবেঙ্গল

সুপার কাপ (Super Cup) জয়ের রেশ বেশ দিন থাকল না। পুরো দমে ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পরেই পয়েন্ট তালিকার তলানিতে ইস্টবেঙ্গল (East Bengal)। সাউল…

Saul Crespo

সুপার কাপ (Super Cup) জয়ের রেশ বেশ দিন থাকল না। পুরো দমে ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার পরেই পয়েন্ট তালিকার তলানিতে ইস্টবেঙ্গল (East Bengal)। সাউল ক্রেসপোকে (Saul Crespo) ছাড়া ভঙ্গুর দেখিয়েছে মাঝ মাঠ। তাকে ফেরাতে এখন মরীয়া ইস্টবেঙ্গল। 

পরপর দুই ম্যাচে হেরেছে ইস্টবেঙ্গল। তেরো ম্যাচের পর ইন্ডিয়ান সুপার লীগ ( ISL) ক্রম তালিকার দশ নম্বরে রয়েছে দল। নামের পাশে ১২ পয়েন্ট। নর্থ ইস্ট ইউনাইটেড ও মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে দলকে পরাজিত হতে হয়েছে। এই দুটি ম্যাচেই খেলতে পারেননি লাল হলুদ ব্রিগেডের মাঝ মাঠে অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার সাউল ক্রেসপো। চোটের কারণে খেলতে পারেননি তিনি। 

   

স্প্যানিশ মিডফিল্ডার কবে মাঠে ফিরবেন সেটা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে তাঁর অভাব কার্লেস কুয়াদ্রত যে ভালোই টের পাচ্ছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই দ্রুত সাউল ক্রেসপোকে ফিট করে মাঠে ফেরানোর চেষ্টায় ইস্টবেঙ্গল ক্লাব। 

ইস্টবেঙ্গলের পরের ম্যাচ আগামী ১৭ ফেব্রুয়ারি, হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। প্রাক্তন আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি এবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। বহু ফুটবলার ইতিমধ্যে দল ছেড়েছেন। এখনও পর্যন্ত একটিও ম্যাচ তারা জিততে পারেনি। নিজামদের বিরুদ্ধে পুরো পয়েন্ট পেতে চাইবে ইস্টবেঙ্গল। সেই সঙ্গে ক্রেসপোর চোট সারানো ও নতুন বিদেশিদের নিয়ে টিম সেট করে নিতে চাইবেন লাল হলুদ কোচ।