IPL : শ্রেয়স আইয়ারের কারণে ফের সমস্যায় পড়তে পারে নাইট রাইডার্স

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন…

IPL 2024 Auction Shifts Overseas, Bypasses India

আইপিএল ২০২৪ (IPL 2024)-এর আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন কেকেআরের এক ক্রিকেটার।

কলকাতা নাইট রাইডার্স ২৩ মার্চ থেকে তাদের আইপিএল ২০২৪ অভিযান শুরু করবে। ২৩ মার্চ কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। এই ম্যাচের আগে বড় ধাক্কা খেতে পারে কেকেআর।

আসলে রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ হচ্ছে। মুম্বাই ও বিদর্ভের মধ্যে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে। মুম্বাইয়ের হয়ে এই ম্যাচে খেলছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শেষ ম্যাচে শ্রেয়স আইয়ার ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। নিজের ইনিংস চলাকালীন শ্রেয়স আইয়ার ১০টি চার ও ৩টি ছক্কা মারেন। একই সঙ্গে এই দুর্দান্ত ইনিংসের সময় শ্রেয়স আইয়ারকে কিছুটা সমস্যায় পড়তে দেখা যায়। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আইয়ারের পুরনো পিঠের চোট ফের দেখা দিয়েছে। যার পর আইপিএলের প্রথম চার-পাঁচটি ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন শ্রেয়স আইয়ার, এমন দাবিও করা হচ্ছে নতুন করে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য কেকেআড় কিংবা মুম্বাইয়ের পক্ষে প্রকাশ করা হয়নি। এমনটা যদি সত্যি হয় তাহলে কেকেআরের জন্য বড় সমস্যা হতে পারে। গতবার চোটের কারণে গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি।

চোটের কারণে আইপিএল ২০২৩-ও মিস করেছিলেন শ্রেয়স আইয়ার। এমন পরিস্থিতিতে আরও একবার আইপিএল ২০২৪-এর বেশ কয়েকটি ম্যাচ মিস করলে সেটা হবে রীতিমতো হতাশজনক। ইংল্যান্ডের সঙ্গে খেলা ৫ ম্যাচের টেস্ট সিরিজটিও ইনজুরির কারণে মাঝপথে ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। এছাড়া একটি রঞ্জি ম্যাচও মিস করেছেন চোটের কারণে।