Jiten Murmu: নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি হচ্ছেন জিতেন মুর্মু

আর কয়েক দিন পরেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ (CFL)। ক্লাবগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে ক্রমে। ফুটবলাররাও নিজেদের তৈরি করে রাখছে। আসন্ন কলকাতা ফুটবল লিগে নজর…

Jiten Murmu

আর কয়েক দিন পরেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ (CFL)। ক্লাবগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে ক্রমে। ফুটবলাররাও নিজেদের তৈরি করে রাখছে। আসন্ন কলকাতা ফুটবল লিগে নজর থাকবেন একাধিক অভিজ্ঞ ফুটবলার। জিতেন মুর্মু (Jiten Murmu) তাদের মধ্যে অন্যতম।

বয়স বাড়লেও জিতেন মুর্মুর পায়ের কাজ এখনও চোখে পড়ার মতো। গতবারের কলকাতা ফুটবল লিগে ছিলেন ভাল ফর্মে। করেছিলেন বেশ কিছু গোল। ভবানীপুর এফসির হয়ে ভাল খেলেছিলেন, আক্রমণভাগে খেলেছিলেন দায়িত্ব নিয়ে।

   

Mohun Bagan: বাগানে আসতে পারেন স্প্যানিশ ফুটবলার!

কলকাতা ফুটবল লিগ ২০২৪-এও ভবানীপুর এফসির হয়ে মাঠে নামবেন জিতেন মুর্মু। ফেসবুকে নিজের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “নতুন মরসুমের নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি তৈরি আমার দল ভবানীপুর ক্লাবের হয়ে ভালো কিছু করার জন্য।” ভবানীপুরের হয়ে কলকাতা ফুটবল লিগ খেলার পর বাংলার সন্তোষ ট্রফি স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন বাংলার এই অভিজ্ঞ ফুটবলার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jiten Murmu (@jitenmurmu17)

ফুটবল খেলার মধ্যেই রয়েছেন জিতেন মুর্মু। তবে কলকাতা ফুটবল লিগ খেলার জন্য ফিটনেসের মান আরও ভাল হওয়া দরকার। অনুশীলনে তাই জোর দিয়েছেন তিনি। নিয়মিত করছেন অনুশীলন, ফিটনেস ট্রেনিংয়ের ভিডিও তিনি পোস্ট করেছেন তাঁর ফেসবুক পেজে।

এবারের CFL-এ কি খেলবেন জবি জাস্টিন? জেনে নিন

কলকাতা ফুটবল লিগের জন্য বরাবরই হেভিওয়েট দল গড়ে ভবানীপুর ক্লাব। এবারেও স্কোয়াডে থাকবেন একাধিক তারকা ফুটবলার। জিতেন মুর্মুর পাশাপাশি আক্রমণভাগে থাকবেন মোহনবাগানে খেলে যাওয়া শুভ ঘোষ। চ্যাম্পিয়নশিপে থাকার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে ভবানীপুর ফুটবল ক্লাব।