Mohammedan SC: জয়ের উল্লাসে পুল সেশনে মহামেডান ফুটবলারেরা

75
Mohammedan SC footballers

গত রবিবার, মহামেডান স্পোটিং ক্লাব (Mohammedan SC) ৩-০ গোলে জিতেছে এরিয়ান এফসির বিরুদ্ধে। কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’র সুপার সিক্স পর্বে হেডকোচ আন্দ্রে চেরনশিভের ছেলেদের মাঠে অলরাউন্ড পারফরম্যান্সে মুগ্ধ সাদা কালো সমর্থকরা।

সোমবার সেখ ফৈয়াজ, দাউদা,ফাসলুরা জয়ের উৎসবে গা ভাসিয়েছে পুল সেশনে। আসলে রবিবার ম্যাচ খেলে চেরনশিভ গ্রাউন্ড প্র‍্যাকট্রিস সেশন না রেখে ফিজিক্যাল স্টেহ্ন এবং খেলোয়াড়দের মাসল অর্থাৎ পেশিকোষের নমনীয়তা ধরে রাখার জন্যে পুল সেশন যা গোদা বাংলাতে জলকেলি বলা হয়ে থাকে এমন ট্রেনিং ফিক্সার সামনে এনেছেন।

এরিয়ানের বিরুদ্ধে ম্যাচ জেতার পর মহামেডান হেডস্যার আন্দ্রে চেরনশিভ বলেই দিয়েছেন,”আমাদের ফোকাস এখন পরবর্তী ম্যাচের দিকে।” সঙ্গে আত্মবিশ্বাসী মহামেডান স্পোটিং’র রাশিয়ান কোচ এও বলেছেন, “আমরা যেখান থেকে শেষ করি সেখান থেকে শুরু করি! ” আগামী ২৯ সেপ্টেম্বর মহামেডানের পরের ম্যাচ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে, নৈহাটি স্টেডিয়ামে।

(সব খবর, সঠিক খবর, প্রতি মুহূর্তে পান। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram এবং Facebook পেজ)