ফের অশান্ত ব্যারাকপুর, এলাকা দখল নিয়ে গুলির লড়াই

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের পরেই একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। গত মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের পরেই ভাটপাড়ায় এক বিজেপি নেতার বাড়িতে হামলার…

barrckpore

ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের পরেই একের পর এক অশান্তির খবর পাওয়া গিয়েছে। গত মঙ্গলবার ভোটের ফলাফল প্রকাশের পরেই ভাটপাড়ায় এক বিজেপি নেতার বাড়িতে হামলার খবর পাওয়া গিয়েছিল। শুধু তাই নয় নৈহাটিতে এক বিজেপি মহিলা কর্মীও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। এইবার টিটাগড়ে এলাকা দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ প্রকাশ্যে এল। এলাকা দখলকে কেন্দ্র করে চলল গুলিও।

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ব্যারাকপুর লোকসভায় তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের জেতার উপলক্ষে এলাকায় চলছিল অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের বাইরে কালু ও রামু গোষ্ঠীর এক যুবককে মারধরের অভিযোগ ওঠে অর্জুন ভাসফর গোষ্ঠীর বিরুদ্ধে।সেই সময় খবর পেয়ে রামু ও কালুর গোষ্ঠীর দলবল সেখানে যায়। তারপর দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ ধস্তাধস্তি- সংঘর্ষে মাঝে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

   

এই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। খড়দহ ও টিটাগড় থানার পুলিশ সহ ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। যদিও তৃণমূলের জয়ী প্রার্থী পার্থ ভৌমিক এই ঘটনাকে প্রশয় দিতে রাজি নন। তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে তিনি জানিয়েছেন।