বিশ্বকাপে গোল করা ফুটবলারকে সই করিয়ে চমক দিল ম্যাকলারেনের প্রাক্তন ক্লাব

জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) প্রাক্তন ক্লাব মেলবোর্ন সিটি এফসি (Melbourne City FC) আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান ফেরেইরাকে (German Ferreyra) দুই বছরের চুক্তিতে সই করানোর কথা ঘোষণা…

Jamie Maclaren former club Melbourne City FC signs German Ferreyra

জেমি ম্যাকলারেনের (Jamie Maclaren) প্রাক্তন ক্লাব মেলবোর্ন সিটি এফসি (Melbourne City FC) আর্জেন্টাইন ডিফেন্ডার জার্মান ফেরেইরাকে (German Ferreyra) দুই বছরের চুক্তিতে সই করানোর কথা ঘোষণা করেছে। আর্জেন্টাইন ডিফেন্ডারকে ২০২৫-২৬ মরসুমের শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ করা হয়েছে।

ফেরেইরা প্রধান কোচ অরেলিও ভিডমারের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন। ২৮ বছর বয়সী ফুটবলার ডিফেন্স এবং মিডফিল্ড জুড়ে একাধিক পজিশনে খেলতে সক্ষম। রক্ষণভাগকে নির্ভরতা দেওয়ার পাশাপাশি আক্রমণভাগে অবদান রাখতে পারেন। তাঁর বাড়ানো পাস চাপ বাড়াতে পারে প্রতিপক্ষ দলের ওপর।

   

Paris Olympic: বেআইনি কাজ রুখতে গিয়ে বাবার মৃত্যু, মায়ের মুখ উজ্জ্বল করতে প্যারিসে ছুটবেন সুরজ

আর্জেন্টিনার ভেলেজ সার্সফিল্ডের যুব সেট-আপ থেকে উঠে এসেছেন জার্মান ফেরেইরা। ফেরেইরা অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ উভয় পর্যায়ে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জোড়া গোল করেছিলেন ফেরেইরা।

আমেরিকায় বিশ্বকাপ আয়োজন করে আইসিসির মাথায় হাত, মিটিংয়ের আগে প্রকাশ্যে সংখ্যা

আর্জেন্টিনা থেকে উরুগুয়ে এবং সম্প্রতি রাশিয়ান ফুটবলের সঙ্গেও নিজেকে যুক্ত করেছিলেন ফেরেইরা। ক্রাসনোয়ারস্কে থাকাকালীন ফেরেইরা ৮৫ টি ম্যাচে অংশ নিয়েছিলেন, চারটি গোল করেছিলেন এবং আরও চারটি গোল করতে সরাসরি সাহায্য করেছিলেন। মেলবোর্ন সিটি এফসির ফুটবল পরিচালক মাইকেল পেট্রিলো বলেছেন, ‘জার্মানের বহুমুখী প্রতিভা ও খেলার ধরণ আমাদের দলে দারুণ এক সংযোজন করে তুলেছে। তিনি একাধিক পজিশনে খেলতে পারেন, যা আমাদের দলের জন্য উপযোগী হতে পারে। তাঁর আক্রমণাত্মক মানসিকতা আমাদের দলে আরও দৃঢ়তা প্রদান করবে।’