ISL Match Result: ওডিশার বিপক্ষে হার বাঁচাল মোহনবাগান, জোড়া গোল সাদিকুর

এবার কোনওরকমে হার বাঁচলো মোহনবাগান। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচে নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন।…

Mohun Bagan and Odisha FC Share Points in Draw

এবার কোনওরকমে হার বাঁচলো মোহনবাগান। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী আজ ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ম্যাচে নিজেদের ঘরের মাঠে সার্জিও লোবেরার ওডিশা এফসির মুখোমুখি হয়েছিল সবুজ-মেরুন। সম্পূর্ণ সময়ের শেষে ম্যাচের ফলাফল থাকে ২-২ গোল। বাগান ব্রিগেডের হয়ে দুইটি গোলই করেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। অন্যদিকে, ওডিশা এফসির হয়ে জোড়া গোল করেছিলেন মরোক্কান তারকা আহমেদ জাহু। আজকের এই ম্যাচের পর একদিকএ যেমন এখনো পর্যন্ত এই লিগে অপরাজিত থাকল কলকাতার এই প্রধান সেইসাথে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকল মোহনবাগান দল। যা নিয়ে কিছুটা হলেও স্বস্তির আমেজ বাগান সমর্থকদের মধ্যে।

   

Mohun Bagan and Odisha FC Share Points in Draw

আরও পড়ুন: Juan Ferrando: ম্যাচের আগে অজুহাত দিয়ে রাখলেন বাগান কোচ!

বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই ঘরের মাঠে এএফসি কাপের ম্যাচে নিজেদের ঘরের মাঠে এই ওডিশা দলের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। প্রথমদিকে শুরুটা ভালো হলেও পরবর্তীকালে সময় যতো এগোয় ততোই পিছিয়ে পড়তে থাকে দল। একটা সময় খেলা থেকে হারিয়ে গিয়েছিল তারা। যারফলে, বিরাট বড় ব্যবধানে প্রতিপক্ষ দলের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল তাদের। একটা সময় পরবর্তী রাউন্ডের জন্য যাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল তারাই কিনা বিদায় নিয়েছে সবার আগে। এ যেন কল্পনার ও অতীত ছিল সকলের কাছে। তবে সেই বেদনা ভুলেই আজ খেলতে নেমেছিল বাগান ব্রিগেড।

আরও পড়ুন: Amit Shah: পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ, অমিত শাহর দাবিতে সরগরম সীমান্ত 

শুরু থেকেই যথেষ্ট সাবধানী লেগেছে তাদের। পরবর্তীতে আক্রমণভাগে দল উঠে আসলেও ফাঁক ছিল একাধিক। তবে সেই সুযোগ বুঝে আক্রমন শানিয়ে একের পর এক গোল তুলে নিতে ভোলেননি ওডিশা দলের তারকা ফুটবলার আহমেদ জাহু। তার করা দুইটি গোলেই প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ওডিশা এফসি। তবে দ্বিতীয়ার্ধে নিজেদের সবটা উজাড় করে লড়াই চালিয়ে যায় সবুজ-মেরুন। সেখান থেকেই ৫৮ মিনিটের মাথায় সাদিকুর প্রথম গোল। তারপর ম্যাচের শেষের দিকে আবার তার পা থেকেই আসে সমতায় ফেরার গোল। যারফলে, কোনোরকমে মান বাঁচায় মোহনবাগান।