Mumbai City FC: মুম্বই সিটি দলের কোচ হতে পারেন পেট্র ক্র্যাটকি! সম্ভবনা প্রবল

সার্জিও লোবেরা বিদেশি ক্লাবে চলে যাওয়ার পর ব্রিটিশ কোচ ডেস বাকিংহামের হাতে তুলে দেওয়া হয়েছিল মুম্বাই সিটি (Mumbai City FC) দলের দায়িত্ব। তার তত্ত্বাবধানেই গত…

Petr Kratky

সার্জিও লোবেরা বিদেশি ক্লাবে চলে যাওয়ার পর ব্রিটিশ কোচ ডেস বাকিংহামের হাতে তুলে দেওয়া হয়েছিল মুম্বাই সিটি (Mumbai City FC) দলের দায়িত্ব। তার তত্ত্বাবধানেই গত মরশুমে অপ্রতিরোধ্য হয়ে ওঠে স্টুয়ার্টরা।  তবে সেমিফাইনালে তাদের পরাজিত হতে হয় বেঙ্গালুরু এফসির কাছে। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার দরুন লিগ শিল্ড জয় করে মুম্বাই।

আরও পড়ুন: Mohun Bagan: কোন ছকে ওডিশা বধের কথা ভাবছে বাগান-বাহিনী? জানুন

যারফলে, এবছর এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলে এই ভারতীয় ফুটবল দল। যা নিঃসন্দেহে বিরাট গর্বের। তবে এফসি নাসাফ থেকে শুরু করে শক্তিশালী আল হিলালের মুখোমুখি হতে হয় রাহুল ভেকের মুম্বাইকে। স্বাভাবিকভাবেই খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাদের। তবে ঘরের মাঠে আল হিলালের বিপক্ষে ছাংতে-আপুইয়াদের দাঁতে দাঁত চেপে লড়াই যথেষ্ট নজর কাড়ে সকলের। যা পরবর্তীতে প্রশংসা কুড়োয় বিশ্ব ফুটবলে।

আরও পড়ুন: Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য

যার মূলে ছিলেন ব্রিটিশ কোচ ডেস বাকিংহাম। তার চালনাতে এবারের ইন্ডিয়ান সুপার লিগেও যথেষ্ট ভালো স্থানে রয়েছে আইসল্যান্ডাররা। কিন্তু মুম্বাই সিটিকে বিদায় জানিয়ে নিজের দেশে চলে গিয়েছেন এই দাপুটে কোচ। জানিয়ে নিজের দেশে ফিরছেন বাকিংহাম। যা নিয়ে হতাশ মুম্বাই সিটির সমর্থকরা। বাকিংহ্যাম ফিরে গিয়েছেন নিজের দেশে। সেখানে গিয়ে যোগ দিয়েছেন নিজের পুরোনো দল অক্সফোর্ড ইউনাইটেডে। সেখানেই এবার পুরোনো ছন্দে দলের হাল ধরেছেন তিনি। কিন্তু আসবেন এবার? কার হাতেই বা উঠবে মুম্বাই দলের দায়িত্ব? এই নিয়ে চরম জল্পনা দেখা দিয়েছিল সকলের মধ্যে।

আরও পড়ুন: Ayodhya Ram Temple: অযোধ্যা রাম মন্দির অনুষ্ঠানে হাজির থাকবেন সচিন-বিরাট!

সেই নিয়ে উঠে আসল নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত খবর, এবারের এই মরশুম থেকেই নাকি মুম্বাই দলের দায়িত্ব সামলাতে আসছেন পেট্র ক্র্যাটকি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে তিনি মেলবোর্ন সিটির সহকারী হিসেবে থাকলেও সব ঠিকঠাক থাকলে এবার ভারতে আসতে চলেছেন এই হাইপ্রোফাইল কোচ। এখন সেদিকেই নজর সকলের।