ISL: ডার্বি ম্যাচে ৩ পয়েন্ট ‘পাখির চোখ’: হুগো বাউমাস

ডার্বি ম্যাচের আগে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-৫ গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ATK মোহনবাগান। আগামী শনিবার চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি…

Hugo Boumous

ডার্বি ম্যাচের আগে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-৫ গোলের দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ATK মোহনবাগান। আগামী শনিবার চলতি টুর্নামেন্টের প্রথম লেগের ডার্বি ম্যাচ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। বৃ্হস্পতিবার, ATKমোহনবাগানের টুইটার হ্যান্ডেলে বাগান ফুটবলার হুগো বাউমাসের সংক্ষিপ্ত সময়ের একটি সাক্ষাৎকার ভিডিও পোস্ট করা হয়েছে।

ওই ভিডিওতে সবুজ মেরুনের অ্যাটাকিং মিডফ্লিডার হুগো বাউমাস সাফ জানান, ডার্বি সকল সময়েই ম্যাচ স্পেশাল ম্যাচ,ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন। জয়ের এই ধারাবাহিকতা আগামী শনিবার ধরে রাখতে টিম ATKMB কতটা প্রস্তুত তা নিয়ে ফরাসি এই অ্যাটাকিং মিডফ্লিডার বাউমাস জানান, “ডার্বি ম্যাচের আগে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ভালো রেজাল্ট হওয়ায় আমরা আত্মবিশ্বাসী।”

   

ডার্বি ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়াতে বাউমাস বলেন,”ডার্বি ম্যাচ সকল সময়ে ডিফারেন্ট(আলাদা) গেম।ডার্বি ম্যাচ সকল সময়েই স্পেশাল, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। এই গেম অত্যন্ত আর্কষণীয়।” ডার্বি ম্যাচ প্রসঙ্গে ওই সাক্ষাৎকার ভিডিওতে হুগো বাউমাসের কথায় স্পষ্টতই ধরা পড়েছে যে, “ডার্বি ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়াটাই পাখির চোখ এবং এই ম্যাচ খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন তা বাউমাস লুকিয়ে রাখেননি। “

প্রসঙ্গত,ডার্বি ম্যাচের জন্য আগামী শুক্রবার পর্যন্ত ATKমোহনবাগান হেডকোচ হুয়ান ফেরান্দো ক্লোজড ডোর প্র‍্যাকট্রিস সেশনের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্র‍্যাকট্রিস সেশনে দলের ডিফেন্স লাইন নিয়ে বাড়তি ফোকাস ফেরান্দোর। হামিল,প্রতীম, আশিস রাই এবং শুভাশিস বোসকে নিয়ে টিমের ডিফেন্স লাইন আটোসাটো করার লক্ষ্যে সময় দিচ্ছেন।কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় জয়ের (২-৫ গোল) দিন আশিক কুরুনিয়ানের বদলে শুভাশিসকে দ্বিতীয়ার্ধে নামাতে হয়েছিল স্প্যানিশ কোচকে,আশিকের পারফরম্যান্সে খুশি না হয়ে।

অতীত থেকে শিক্ষা নিয়ে ডার্বি ম্যাচে কোনও খামতি রাখতে নারাজ সবুজ মেরুন হেডকোচ হুয়ান ফেরান্দো। দলের ডিফেন্সে ফাঁকফোকর ভরাট করে বল পায়ে আক্রমণে ওঠার জন্য ‘টেকনিক্যাল সিদ্ধান্তে’ এই রদবদল।