Hyderabad FC: এই সার্বিয়ান ডিফেন্ডারের দিকে নজর হায়দরাবাদের

শেষ কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত ছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যার প্রভাব এসেছিল দলের পারফরম্যান্সে। সময়ের সাথে সাথে দল ছেড়েছিলেন একাধিক দাপুটে ফুটবলার।…

Hyderabad FC Targets Serbian Defender Stefan Sapic

শেষ কয়েক মরসুম ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত ছিল হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। যার প্রভাব এসেছিল দলের পারফরম্যান্সে। সময়ের সাথে সাথে দল ছেড়েছিলেন একাধিক দাপুটে ফুটবলার। তবে সেই সব এখন অতীত। নয়া ইনভেস্টরের সহযোগিতায় এবার আইএসএল শুরু করেছে নিজামের শহরের এই ফুটবল ক্লাব। ডুরান্ড কাপ থেকে নাম প্রত্যাহার করার পর একটা সময় দেশের এই প্রথম ডিভিশন লিগে তাঁদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত পরিষ্কার হয়ে যায় সমস্ত কিছু। বেঙ্গালুরু এফসির সাথে প্রথম ম্যাচ খেলে অভিযান শুরু করেছে এই ফুটবল ক্লাব।

   

জিতলেও মিলছে না স্বস্তি! ‘গোল’ বিতর্কে বাগানকে ফের তোপ বেনালির

সেই ম্যাচ জয় না আসলেও পরবর্তী ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া আইএসএলের এই ক্লাব। সূচি অনুযায়ী আগামী বুধবার পাঞ্জাব এফসির ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে থাংবোই সিংটোর ছেলেরা। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। কিন্তু তাঁর আগেই উঠে আসলো এক নয়া তথ্য। জানা গিয়েছে দলের রক্ষণভাগকে শক্তিশালী করতে গত কয়েক সপ্তাহ ধরেই এক বিদেশি ডিফেন্ডারের দিকে নজর ছিল হায়দরাবাদ ম্যানেজমেন্টের। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

কিন্তু এসবের মাঝেই ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে স্টেফান সাপিচের (Stefan Sapic) নাম। গত ফুটবল মরসুমে বসনিয়ার ফুটবল ক্লাব এফ কে জিভিজিয়েদার সঙ্গে যুক্ত ছিলেন বছর সাতাশের এই সার্বিয়ান ফুটবলার। এছাড়াও পার্থিজিয়ান থেকে শুরু করে কুকারকির মত শক্তিশালী ফুটবল ক্লাবে ও খেলার অভিজ্ঞতা রয়েছে সাপিচের। বর্তমানে ফ্রি প্লেয়ার হিসেবে থাকায় তাঁকেই নাকি দলের সঙ্গে যুক্ত করতে চাইছে অ্যালেক্স সাজির ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর।

বিশালে ‘হতাশ’ মার্কুয়েজ! জাতীয় দলে তবে কি দরজা বন্ধ বাগান তারকার?

সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই তাঁর যোগদানের কথা ঘোষণা করা হতে পারে ক্লাবের তরফে‌। অন্যদিকে বহু প্রতীক্ষার পর অবশেষে মঙ্গলবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে অ্যালান পলিস্তার যোগদানের কথা ঘোষণা করেছে হায়দরাবাদ। মাঝে ভিসা জনিত সমস্যা দেখা দিলেও বর্তমানে সমস্ত কিছু মিটিয়ে নিজামের শহরে পা রেখেছেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই হায়দরাবাদ দলের হয়ে নয় নম্বর জার্সিতে খেলতে দেখা যাবে সেই ব্রাজিলিয়ান তারকাকে।