Mohun Bagan: অনুশীলনে ফিরেছেন বুমোস, থাকছেন নর্থইস্ট ম্যাচে?

গত ৩রা ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। একাধিকবার এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড…

Hugo Boumous

গত ৩রা ফেব্রুয়ারি থেকে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগ শুরু করেছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। একাধিকবার এই ম্যাচে লাল-হলুদ ব্রিগেড এগিয়ে থাকলেও জয় পাওয়া সম্ভব হয়নি তাদের পক্ষে। আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু ও অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের গোলে বারবার সমতায় ফিরেছে মোহনবাগান (Mohun Bagan)।

যার দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ময়দানের এই দুই দলকে। কামিংস থেকে শুরু করে হ্যামিল কিংবা আনোয়ার আলীর মতো ফুটবলারদের এই দলে খেলতে দেখা গেলেও দেখা যায়নি অন্যতম ভরসাযোগ্য তারকা হুগো বুমোসকে (Hugo Boumous)।

পরবর্তীতে ম্যাচের পর জনি কাউকোর সঙ্গে গাড়িতে করে বেরিয়ে যেতে দেখা যায় এই তারকাকে। যারফলে প্রবল চিন্তা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তাহলে কি বাগান ছাড়ছেন বুমোস? তেমনটাই মনে করা হচ্ছিল। আসলে গত কয়েকদিন ধরেই বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছিল, এবার নাকি মোহনবাগান ছেড়ে অন্যত্র যেতে চলেছেন এই মরোক্কান তারকা। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সমর্থকদের কাছে।

আসলে বিগত কয়েক মরশুম ধরেই সবুজ-মেরুন জার্সিতে ফুল ফুটিয়ে আসছেন বুমোস। তার অনুপস্থিতি দলের ক্ষেত্রে যে বড়সড় প্রভাব ফেলতে পারত তা কিন্তু বলাই চলে। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফের সবুজ-মেরুন জার্সিতে অনুশীলনে নেমে পড়েছেন বুমোস।

দলের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসের তত্ত্বাবধানে বল পায়ে অনুশীলন করার পাশাপাশি ফিজিক্যাল ফিটনেসের দিকেও জোর দিতে দেখা যায় এই দাপুটে মিডফিল্ডারকে। সব ঠিকঠাক থাকলে হায়দরাবাদ ম্যাচেই মাঠে দেখা যেতে পারে মেরিনার্সদের এই পছন্দের তারকাকে। বলাবাহুল্য, গত মরশুমে হুগো বুমোসের সঙ্গে অজি তারকা দিমিত্রি পেত্রাতোসের অনবদ্য পারফরম্যান্সের সাক্ষী থেকেছে সকলে।

এবারও নিজেদের সেই চেনার ছন্দ ধরে রাখতেই মরিয়া সবুজ-মেরুনের এই নয়নের মনি। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে মাঠে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার কথাই জানান বুমোস।‌