Mohun Bagan: পাঞ্জাব ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া বাগান, কী বললেন শুভাশিস?

মার্চের শেষে নিজেদের ঘরের মাঠে চেন্নাইন এফসির কাছে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে‌। প্রথমদিকে দলের তারকা ফুটবলার…

Subhasish Bose

মার্চের শেষে নিজেদের ঘরের মাঠে চেন্নাইন এফসির কাছে পরাজিত হয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে‌। প্রথমদিকে দলের তারকা ফুটবলার জনি কাউকোর গোলে বাগান শিবির এগিয়ে গেলেও তা বেশিক্ষণ স্থায়ী থাকেনি। প্রতিপক্ষ দলের বিদেশী ফুটবলার জর্ডন মারির করা গোলে সমতায় ফেরে চেন্নাইন।

এরপর ম্যাচ যত এগিয়েছে ততই আক্রমণ বাড়িয়েছে দল। একটা সময় বাগানের অন্যতম দাপুটে ফুটবলার দিমিত্রি পেত্রাতোস গোল করে দলকে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত দলের পতন রোধ করা‌ সম্ভব হয়নি। তবুও এবছর শিল্ড জয়ের জন্য আশাবাদী দলের সমর্থকরা।

তবে সেই ম্যাচে পরাজিত হওয়ার দরুণ পয়েন্ট টেবিলের কিছুটা নিচে চলে আসতে হয় মোহনবাগান দলকে। বর্তমানে শীর্ষস্থানে রয়েছে রণবীর কাপুরের মুম্বাই সিটি এফসি। এখন ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে সার্জিও লোবেরার ওডিশা এফসি। এবং তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। এখন ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট তাদের।

তবে হাতে এখনো রয়েছে তিনটি ম্যাচ। যাদের মধ্যে রয়েছে পাঞ্জাব এফসি, বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসি। রাহুল ভেকেদের বিপক্ষেই লিগের অন্তিম ম্যাচ খেলবে কামিন্সরা। তবে তার আগে জহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিপক্ষে ম্যাচ। এখন সেই দিকেই নজর ফুটবলারদের।

চেন্নাইন ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া মেরিনার্সরা। এই প্রসঙ্গেই দলের অধিনায়ক শুভাশিস বসু বলেন, জীবন‌ কখনো একরকম ভাবে কাঁটে না। বিভিন্ন ক্ষেত্রে প্রতিকূলতা আসতেই পারে। নিজেদের সবটা দিয়ে লড়াই করে আমাদের সেই প্রতিকূলতার বিপক্ষে মোকাবিলা করতে হবে। আমাদের দল শীঘ্রই ঘুরে দাঁড়াবে।