Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে প্রস্তুতি শুরু করে দিলেন নুনো রেইস

গত রবিবার রাতে শহরে এসেছেন নুনো রেইস (Nuno Reis)। নয়া ফুটবল মরসুমের কথা মাথায় রেখে ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁকে সই করিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার…

Nuno Reis Begins His Preparation in Mohun Bagan Jersey

গত রবিবার রাতে শহরে এসেছেন নুনো রেইস (Nuno Reis)। নয়া ফুটবল মরসুমের কথা মাথায় রেখে ষষ্ঠ বিদেশি হিসেবে তাঁকে সই করিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একটা সময় এই পর্তুগিজ ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য অনেকটাই এগিয়ে ছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। শোনা যাচ্ছিল আব্দুল কাদিরীর পরিবর্তে দলে আসবেন এই তারকা। কিন্তু শেষ পর্যন্ত বাজিমাত করে সবুজ-মেরুন ব্রিগেড। এক কথায় যা বিরাট চমক ছিল সকলের কাছে। পরবর্তীতে তাঁর ভারতে আসা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিলেও শেষ পর্যন্ত গত সপ্তাহের শেষে কলকাতায় এসে গিয়েছেন তিনি।

শহরে আসার পর থেকে খুব একটা সময় নষ্ট করেননি এই বিদেশি ডিফেন্ডার। সাময়িক বিশ্রাম নিয়েই সোমবার দলের খেলা দেখতে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছে গিয়েছিলেন নুনো রেইস। স্টেডিয়ামে বসেই দেখেছেন সতীর্থ ফুটবলার জেমি ম্যাকলারেনের খেলা। নর্থইস্টের বিপক্ষে খুব একটা বেশি সময় তিনি মাঠে না থাকলেও এই মরসুমে তাঁর দিকেই তাকিয়ে আপামর মোহন জনতা। পাশাপাশি রক্ষণভাগকে জমাট বাঁধানোর জন্য নুনোর দিকে ও নজর থাকবে সকলের।

   

কলকাতায় পা দিয়ে সেটা ভালো মতোই বুঝতে পেরেছেন এই পর্তুগিজ তারকা। সেজন্য মঙ্গলবার থেকেই মোহনবাগান জার্সিতে অনুশীলনে শুরু করে দিলেন মেলবোর্ন সিটির এই প্রাক্তন তারকা। অনুশীলন শেষে সতীর্থ ফুটবলার জেমি ম্যাকলারেনের সঙ্গে কথা বলতে ও দেখা যায় নুনো রেইসকে। যতদূর খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পুরোপুরি ম্যাচফিট হয়ে উঠবেন এই তারকা ডিফেন্ডার। এরপর তাঁকে মাঠে নামাতে পারেন বাগান কোচ জোসে মোলিনা‌।

ইন্ডিয়ান সুপার লিগের জন্য আগেই ছয়জন বিদেশি নিশ্চিত করে ফেলেছিল সবুজ-মেরুন। তবে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কথা মাথায় রেখে এই তারকা ডিফেন্ডারকে দলে টেনেছে গতবারের শিল্ড জয়ীরা। এ লিগের পর ভারতীয় ক্লাব ফুটবলে আদৌও কতটা মানিয়ে নিতে পারেন এই তারকা এখন সেটাই দেখার বিষয়।