IPL: সেরার দৌড়ে রাখবে আগুন ঝরানো পেস আক্রমণ

শুরু হয়ে গিয়েছে পঞ্চদশ আইপিএলের (IPL) কাউন্টডাউন। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার…

শুরু হয়ে গিয়েছে পঞ্চদশ আইপিএলের (IPL) কাউন্টডাউন। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং বিচার করা যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। এই প্রতিবেদনে থাকল সানরাইজার্স হায়দরাবাদ-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

ভারতীয় ব্রিগেড: রাহুল ত্রিপাঠী, প্রিয়ম গার্গ, আবদুল সামাদ, অভিষেক শর্মা, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, কার্তিক ত্যাগী, শ্রেয়াস গোপাল, উমরান মালিক, জগদীশা সুচিত, সৌরভ দুবে, শশাঙ্ক সিং, বিষ্ণু বিনোদ, রবিকুমার সমর্থ।

বিদেশি ব্রিগেড: কেন উইলিয়ামসন, এডেন মারক্রাম, মার্কো জানসেন, রোমারিও শেফার্ড, নিকোলাস পুরান, গ্লেন ফিলিপ্স, শিন অ্যাবট, ফজলহক ফারুকি।

সাফল্যের খতিয়ান: একবারের আইপিএল চ্যাম্পিয়ন। ২০১৬ সালে ট্রফি ঘরে তোলা ছাড়াও ২০১৮-তে ফাইনালে উঠেছিল হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু সেবার রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। গতবার অবশ্য মাত্র তিনটি ম্যাচ জিতে লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন সানরা।

শক্তি: বরাবরই বোলিং ডিপার্টমেন্টকে ক্ষুরধার করে রণনীতি সাজায় হায়দরাবাদ কর্তৃপক্ষ। এবারও বোলিং বিভাগ সমীহ করার মতো। সেইসঙ্গে এবার অবশ্য ব্যাটিং বিভাগও বেশ শক্তিশালী। ওয়াশিংটন সুন্দরের মতো অলরাউন্ডারের উপস্থিতিতে চমক দেখাতে তৈরি সানরাইজার্স। তবে দলের সবথেকে বড় শক্তি অধিনায়ক উইলিয়ামসন নিজেই। ঠান্ডা মাথায় দুর্দান্ত নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলের অন্যতম ভরসা কিউই অধিনায়ক।

দুর্বলতা: ওপেনিং জুটি কী হবে, তা নিয়ে বেশ চিন্তায় সান শিবির। দলে একজনও স্পেশালিস্ট ওপেনার নেই। নতুন পজিশনে যে-ই ব্যাট করতে নামুন না কেন, তাঁর মানিয়ে নিতে সময় লাগবে। প্রিয়ম, অভিষেক, সামাদদের মতো তরুণদের মধ্যে ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। ফলে ত্রিপাঠী ও পুরান ছাড়া মিডল অর্ডারে ভরসা করার মতো বিশেষ কেউ নেই।

নজরে যাঁরা

রাহুল ত্রিপাঠী: গত দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ খেলেছেন ত্রিপাঠী। তবু নির্বাচকরা জাতীয় দলের জন্য তাঁর নাম বিবেচনা করেননি। এবার সানদের জার্সি গায়ে কেমন পারফর্ম করেন, সেদিকে তাকিয়ে থাকবেন অনেকে। 

মার্কো জানসেন: দক্ষিণ আফ্রিকার এই তরুণ অলরাউন্ডারের সামনে আইপিএলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। তিনিও যে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবেন, তা অনুমেয়।

উমরান মালিক: গত আইপিএলে অভিষেকের পরই লাইমলাইটে চলে এসেছেন মালিক। এবার কিন্তু তাঁর অগ্নিপরীক্ষা। এই আসরে নিজেকে সঠিক ভাবে মেলে ধরলেই জাতীয় দলের টিকিট হাতে পেয়ে যেতে পারেন তিনি।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: এডেন মারক্রাম, প্রিয়ম গার্গ, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান, ওয়াশিংটন সুন্দর, শ্রেয়াস গোপাল/অভিষেক শর্মা/আবদুল সামাদ, মার্কো জানসেন/শিন অ্যাবট, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, কার্তিক ত্যাগী/উমরান মালিক।