IPL: তারকা-অভিজ্ঞতার মিশেলে খেতাব জয়ের বড় দাবিদার রাজস্থান

শুরু হয়ে গিয়েছে পঞ্চদশ আইপিএলের (IPL) কাউন্টডাউন। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার…

শুরু হয়ে গিয়েছে পঞ্চদশ আইপিএলের (IPL) কাউন্টডাউন। ক্রিকেটপ্রেমীদের প্রহর গোনার মেয়াদটা দিন ছেড়ে নেমে এসেছে ঘণ্টায়। মেগা নিলামে সকলেই নিজেদের ঘর গুছিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজন হতে চলেছে। তাছাড়া করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। তাই মেগা লড়াই শুরুর আগে বরং বিচার করা যাক দলগুলি কেমন হয়েছে, তাদের শক্তি-দুর্বলতা। এই প্রতিবেদনে থাকল রাজস্থান রয়্যালস-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

ভারতীয় ব্রিগেড: সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, দেবদত্ত পালিক্কাল, রবিচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি, প্রসিদ্ধ কৃষ্ণা, কেসি কারিয়াপ্পা, রিয়াল পরাগ, করুণ নায়ার, শুভম গারোয়াল, অনুনয় সিং, ধ্রুব জুরেল, তেজাস বারোকা, কুলদীপ সেন, কুলদীপ যাদব, 

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিদেশি ব্রিগেড: শিমরন হেটমেয়ার, রুসি ভ্যান ডার দুসেন, নাথান কুল্টার-নাইল, জিমি নিশাম, ড্যারেল মিচেল, জস বাটলার, ওবেদ ম্যাকয়, ট্রেন্ট বোল্ট।

সাফল্যের খতিয়ান: উদ্বোধনী আইপিএলেই সেরার তকমা পেয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু সেটাই প্রথম এবং শেষ। তারপর থেকে ফাইনাল তো দূরের কথা, মাত্র তিনবার প্লে-অফে উঠতে সক্ষম হয়েছিল রাজস্থান। গত তিন মরসুমে গ্রু পর্ব থেকে বিদায় নিতে হয়েছে রয়্যালস শিবিরকে।

শক্তি: খাতায়-কলমে প্রতিযোগিতার অন্যতম সেরা দল। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগেই দুর্দান্ত ভারসাম্য রয়েছে দলে। পালিক্কালের মতো ধারাবাহিক ওপেনার যেমন রয়েছেন, তেমনই সঞ্জু-বাটলারদের মতো হার্ডহিটারও দলের সম্পদ। বোলিং বিভাগেও বোল্টের সঙ্গী হিসাবে প্রসিদ্ধ বেশ জমজমাট জুটি। চাহাল-অশ্বিন স্পিন জুটি যে কোনও দলের কাছেই ত্রাস। সব মিলিয়ে এবার খেতাবের অন্যতম দাবিদার রাজস্থান রয়্যালস।

দুর্বলতা: অধিনায়ক হিসাবেহ সঞ্জু এখনও নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যাটার হিসাবেও তাঁর মধ্যে ধারাবাহিকতার বেশ অভাব রয়েছে। দলে একাধিক অভিজ্ঞ বা সিনিয়র ক্রিকেটার থাকায় অধিনায়ক হিসাবে সঞ্জু তাঁদের কীভাবে সামলাবেন, সেদিকেও নজর থাকবে। পাশাপাশি প্রথম একাদশে চার বিদেশি বাছাইয়ের ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট ধন্দে পড়তে বাধ্য।

নজরে যাঁরা

দেবদত্ত পালিক্কাল: আইপিএলে অন্যতম সেরা আবিষ্কার। ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সমস্ত মশলা তাঁর মধ্যে রয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের। নিজেকে প্রমাণ করার আরও একটি সুযোগ যে এই বাঁহাতি ওপেনার কোনও মতেই হাতছাড়া করবেন না, তা বলাই যায়।

রবিচন্দ্রন অশ্বিন: ৩৫ বছর বয়সেও টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে কামব্যাক করেছেন অ্যাশ। নির্বাচকরা যে তাঁর ওপর আস্থা রেখে কিছু ভুল করেননি, সেটাই দেখাতে চান তিনি। দলের স্পিন বিভাগকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের আগে অশ্বিন-চাহাল জুটির বিধ্বংসী রূপ দেখতে মুখিয়ে থাকবেন ক্রিকেটপ্রেমীরা।

প্রসিদ্ধ কৃষ্ণা: কেকেআর শিবির থেকে এবার কৃষ্ণাকে ছিনিয়ে নিয়েছে রয়্যালস। সাম্প্রতিক পারফরম্যান্সের জেরেই জাতীয় দলেও সুযোগ পেয়েছেন তিনি। বোল্টের সঙ্গী হয়ে নিজেকে আরও উন্নত করার সুযোগ সহজে হাতছাড়া করতে চাইবেন না এই ডানহাতি পেসার।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: দেবদত্ত পালিক্কাল, যশস্বী জসওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন, নাথান কুল্টার-নাইল, ড্যারেল মিচেল/ভ্যান ডার দুসেন, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, নভদীপ সাইনি/করুণ নায়ার, যজুবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণা।