মহামেডানের দায়িত্ব নিলে ভিকুনার সামনে বিরাট চ‍্যালেঞ্জ

ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি খুব শীঘ্রই কোচ বদল হতে চলেছে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। সাদা কালো ব্রিগেড ছেড়ে দিয়েছে তাদের কোচ আন্দ্রে চেরনিশভকে। দল বাদবাকি…

Kibu Vicuna

ইতিমধ্যে আমরা সকলেই জেনেছি খুব শীঘ্রই কোচ বদল হতে চলেছে মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan SC)। সাদা কালো ব্রিগেড ছেড়ে দিয়েছে তাদের কোচ আন্দ্রে চেরনিশভকে। দল বাদবাকি কোচিং স্টাফরাই এখন প্রাক্টিস করাচ্ছে,তাদের কোচিংয়েই শেষ ম‍্যাচ জিতেছে মহামেডান স্পোর্টিং।

এই মুহূর্তে মহামেডানের কোচের হিসেবে যেসকল ব‍্যক্তিত্বদের নাম উঠে আসছে তাদের মধ্যে অন‍্যতম একজন কিবু ভিকুনা।মোহনবাগানের কোচ হিসেবে শুরুতেই হোঁচট খান কিবু,তার কোচিংয়ে কলকাতা ফুটবল লিগে হতাশজনক পারফরম্যান্স দিয়েছিলো সবুজ মেরুন ব্রিগেড।এরপর আইলিগে দুর্দান্ত ভাবে ঘুরে দাড়িয়েছিলো তারা।

সেইবার মোহনবাগান দলটাকে সম্পূর্ণ ভিন্ন একটা ছন্দে বেঁধে ফেলেছিলো কিবু ভিকুনা,সেটা তিনি ছাড়া আর অন‍্য কারোর পক্ষে সম্ভব ছিলো না।এবং তার ফলেই আইলিগ চ‍্যাম্পিয়ান হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।পরে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের দায়িত্বে আসেন কিবু,কিন্তু আশানুরূপ ফলাফল টা দিতে পারেননি।

এইমুহুর্তে মহামেডান স্পোর্টিং পরিচিত মেজাজে খেলতে না পারলেও।এখনও আইলিগ জেতার সম্ভাবনা পুরোপুরি শেষ নয় তাদের।এবারের আইলিগের শীর্ষ স্থানে শেষ করা দল আগামী মরসুমের আইলিগে সরাসরি খেলার সুযোগ করে নেবে।এরকম একটা প্রেক্ষাপটের আবহে কিবু ভিকুনার সামনে যে একটা পাহাড় প্রমাণ চ‍্যালেঞ্জ তৈরী হতে চলেছে সে কথা বলাই বাহুল্য।সাদা কালো ব্রিগেডের কোচ হিসেবে তিনি কাঙ্খিত সাফলতা এনে দিতে পারেন কিনা,এখন সেটাই দেখার বিষয়।

শেষ ম‍্যাচে ঘরের মাঠে রিয়াল কাশ্মীরকে ১-০ গোলে হারিয়েছিলো মহামেডান স্পোর্টিং।ম‍্যাচে সাদা কালো ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন মার্কাস জোসেফ।এই জয়ের সুবাদে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছিলো তারা।আইলিগে মহামেডানের পরের ম‍্যাচ ২২ শে ডিসেম্বর,সুদেভা দিল্লির বিরুদ্ধে।