IPL : ব্যাটিং লাইনআপ ভাবালেও তুরুপের তাস সেই হার্দিকই

ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইপিএলের (IPL)। আরব আমিরশাহি ছেড়ে ফের দেশের মাটিতে ফিরেছে ক্রোড়পতি লিগের আসর। তবে কোভিডের চোখরাঙানিকে মাথায় রেখে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত…

ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইপিএলের (IPL)। আরব আমিরশাহি ছেড়ে ফের দেশের মাটিতে ফিরেছে ক্রোড়পতি লিগের আসর। তবে কোভিডের চোখরাঙানিকে মাথায় রেখে গ্রুপ পর্বের ম্যাচ আয়োজিত হবে শুধুমাত্র মুম্বইয়েই। যদিও প্রতিযোগিতা শুরুর আগে পঁচিশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে বোর্ড। যা ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি পাওনা। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজিত হচ্ছে। লখনউ সুপার জায়ান্টসের পাশাপাশি অপর নতুন দলটি আমেদাবাদের ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স। প্রথমবার আইপিএলের মঞ্চে অভিযান শুরুর আগে এক ঝলকে দেখে নেওয়া যাক গুজরাট টাইটান্স-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

ভারতীয় ব্রিগেড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমন গিল, মহম্মদ সামি, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, জয়ন্ত যাদব, ঋদ্ধিমান সাহা, বরুণ অ্যারন, প্রদীপ সাঙ্গোয়ান, গুরকিরত সিং, যশ দয়াল, আর সাই কিশোর, দর্শন নালকান্ডে, সাই সুদর্শন, অভিনব সাদরানগনি।

বিদেশি ব্রিগেড: ডেভিড মিলার, রাহমুতুল্লাহ গুরবাজ, ম্যাথু ওয়েড, ডমিনিক ড্রেকস, রশিদ খান, নূর আহমেদ, লকি ফার্গুসন, আলজারি জোসেফ।

শক্তি: হেড কোচ আশিষ নেহেরার পাশাপাশি ব্যাটিং কোচ তথা মেন্টর হিসাবে গ্যারি কার্স্টেনের উপস্থিতি পজিটিভ দিক। নিলামের আগে হার্দিক, গিলদের তুলে নিয়ে শক্তিশালী দল গড়ার ইঙ্গিত দিয়েছিল গুজরাট। মিডল অর্ডার হার্দিকের পাশাপাশি রাহুল তেওয়াটির উপস্থিতি দলের বড় শক্তি। যে কোনও অবস্থা থেকে ম্যাচ ফিনিশিংয়ের ক্ষমতা রাখে এই দুই ক্রিকেটার। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে বিশ্বের সেরা স্পিনার রশিদ খান রয়েছে গুজরাটের হাতে। পেস বিভাগেও সামি-ফার্গুসন জুটি আগুন ঝরানোর ক্ষমতা রাখে।

দুর্বলতা: অধিনায়ক হিসাবে হার্দিক একেবারেই পরীক্ষিত নন। আইপিএলের মঞ্চে প্রথমবার তাঁকে এই ভূমিকায় দেখা যাবে। তাছাড়া দলে স্পেশালিস্ট ব্যাটারের অভাব রয়েছে। শুভমন গিলের সঙ্গে কে ওপেন করবেন, সেটা নিয়েও ধন্দে টাইটান্সের সমর্থকরা। মির্ডল অর্ডারে মিলার, বিজয় বা হার্দিকরা ফর্মের ধারে-কাছে নেই। ফলে ব্যাটিং লাইনআপে বড়সড় ভাঙন ধরতে পারে। রশিদ ছাড়া বিশ্বমানের ভারতীয় স্পিনার দলে নেই। পেস আক্রমণেও ভারতীয়দের মধ্যে সামিই একমাত্র মুখ।

নজরে যাঁরা

হার্দিক পান্ডিয়া: কেরিয়ারে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামবেন ডানহাতি অলরাউন্ডার। এবার তাঁর কাঁধে গুরুদায়িত্ব। দলের অধিনায়ক তিনি। ফলে বাড়তি চাপ থাকবেই। সেইসঙ্গে হার্দিক যে ফুরিয়ে যাননি, সেটাও প্রমাণ করার তাগিদ রয়েছে তাঁর কাছে। এই মুহূর্তে জাতীয় দলেও ব্রাত্য। তাই নিজেকে ফিরে পাওয়ার মরিয়া প্রচেষ্টা করবেন তিনি। সেইসঙ্গে চোটমুক্ত হয়ে আইপিএলে ফের হার্দিককে বল হাতে দেখা যাবে কি না, সেই উত্তরের জন্যও হাপিত্যেশ করে বসে রয়েছেন তাঁর ভক্তকুল।

শুভমন গিল: কেকেআরের হয়ে আইপিএল কেরিয়ার শুরুর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি পঞ্জাব কি পুত্তরকে। জায়গা করে নিয়েছেন জাতীয় দলেও। তবে এবার নতুন দল, নতুন পরিবেশ। স্পেশালিস্ট ব্যাটার হিসাবে গিলকে বাড়তি দায়িত্ব নিতেই হবে।

ঋদ্ধিমান সাহা: অনেক কষ্টে শেষ পর্যন্ত আইপিএলে দল পেয়েছেন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া, সাংবাদিকের হুমকি- একাধিক বিতর্কে জেরবার ঋদ্ধি। প্রথম একাদশে সুযোগ তাই যাবতীয় সমালোচনার জবাব ব্যাট হাতেই দিতে চাইবেন এই বঙ্গতনয়।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: শুভমন গিল, রাহমুতুল্লাহ গুরবাজ, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, রাহুল তেওয়াটিয়া, গুরকিরত সিং, জয়ন্ত যাদব, রশিদ খান, মহম্মদ সামি, লকি ফার্গুসন।