IPL : প্রথম আসরেই চমক দেওয়ার সমস্ত রসদ রয়েছে লখনউয়ের

শুরু হয়ে গিয়েছে আইপিএলের (IPL) পঞ্চদশ আসর। বেশ কিছু দল নেমে পড়েছে ময়দানে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে…

শুরু হয়ে গিয়েছে আইপিএলের (IPL) পঞ্চদশ আসর। বেশ কিছু দল নেমে পড়েছে ময়দানে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে রানার্সআপ কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও মাঠে নামার সুযোগ হয়নি এবারের আইপিএলের দু’টি নতুন দলের। এবারই প্রথম ১০ দলের আইপিএল আয়োজিত হচ্ছে। করোনা পরবর্তী যুগে ফের ভারতের মাটিতে এই ক্রোড়পতি লিগ নিয়ে এবারও যেন উত্তেজনার পারদটা একটু বেশিই। এই প্রতিবেদনে থাকল এবারের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস-এর চুলচেরা বিশ্লেষণ।

পুরো দল

ভারতীয় ব্রিগেড: লোকেশ রাহুল (অধিনায়ক), মণীশ পান্ডে, মনন ভোরা, ক্রুনাল পান্ডিয়া, দীপক হুডা, রবি বিষ্ণোই, শাহবাজ নাদিম, আভেশ খান, অঙ্কিত রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, কর্ণ শর্মা, আয়ুস বাদুনি, মহসিন খান, মায়াঙ্ক যাদব।

বিদেশি ব্রিগেড: কুইন্টন ডি কক, এভিন লুইস, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, দুশমন্থ চামিরা, অ্যান্ড্রু টাই।

শক্তি: কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সঙ্গে মেন্টর হিসাবে দলের সঙ্গে যুক্ত রয়েছেন গৌতম গম্ভীর। দেশের হয়ে বিশ্বকাপ জয় ছাড়াও দু’বার কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন গৌতি। ফলে তাঁর অভিজ্ঞতা এবং পেপ টক দলকে উপকৃত করতে বাধ্য। রাহুল, পান্ডে, হুডা, ডিকক সম্বলিত ব্যাটিং লাইনআপ সমীহ করার মতো। এছাড়া মিডল অর্ডারে হোল্ডার, স্টোইনিস, ক্রুনালরাও দলের বড় শক্তি। মারকাটারি ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও সমান ভাবে জ্বলে উঠতে পারেন, এরকম ক্রিকেটারের বেশ আধিক্য রয়েছে লখনউতে।

দুর্বলতা: রিভার্জ বেঞ্চ খুব একটা শক্তিশালী নয়। মাত্র ২১ জনের স্কোয়াড হওয়ায় হাতে বিকল্পও বেশ কম। আভেশ ছাড়া ভালো মানের ভারতীয় পেসার নেই দলে। বিদেশি পেসার হিসাবেও অ্যান্ড্রু টাইয়ের ফর্ম পড়তির দিকে। আর চামিরার এটা প্রথম আইপিএল। স্টোইনিসকে গত আইপিএলে সেভাবে বোলিং করতে দেখা যায়নি। ফলে পেস বিভাগে হোল্ডারের ওপর বাড়তি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে। 

নজরে যাঁরা

লোকেশ রাহুল: নিলামের আগেই পঞ্জাব কিংস থেকে রাহুলকে ছিনিয়ে নিয়েছে লখনই। সদ্য জাতীয় দলে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া রাহুল সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন। সুপার জায়ান্টস সমর্থকদেরও তাঁকে ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে।

ক্রুনাল পান্ডিয়া: কেরিয়ারে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে অন্য ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে মাঠে নামবেন বাঁহাতি অলরাউন্ডার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে ক্রুনালের। এবার লখনইয়ের হয়ে নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই দেখার।

রবি বিষ্ণোই: জাতীয় দলে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের জায়গা পাকা করার লড়াই বিষ্ণোইয়ের সামনে। বয়স কম, তবে ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করছেন বিষ্ণোই। নিজের ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারলে, অনেকেই তাঁকে ভারতের ভবিষ্যৎ তারকা হিসাবে ভেবে রেখেছেন।

আভেশ খান: দিল্লি ক্যাপিটালসের হয়ে গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন আভেশ। কিন্তু বুমরা-সামিদের ভিড়ে তাঁর জায়গা এখনও পাকা নয়। এবার কিন্তু লখনইয়ের পেস আক্রমণে ভারতীয় জোরে বোলারদের মুখ তিনিই। তরুণ পেসারের ওপর তাই সকলেরই নজর থাকবে।

প্রথম ম্যাচে সম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, কুইন্টন ডি কক, মণীশ পান্ডে, দীপক হুডা, মার্কাস স্টোইনিস, জেসন হোল্ডার, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম/শাহবাজ নাদিম, রবি বিষ্ণোই, আভেশ খান, অ্যান্ড্রু টাই/দুশমন্থ চামিরা,