Fardeen Ali Molla: ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচ ড্র করে কেন খুশি নন বাগান-ফুটবলার ফারদিন

রিসংখ্যান অনুযায়ী অনেক আগেই এই লিগের পরবর্তী রাউন্ডে দুই প্রধান চলে গেলেও আজকের এই ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল চরমে। একদিকে ছিল মোহনবাগানের ব্যাপক ছন্দে থাকা রিকি সাবং ও ফারদিন আলি মোল্লারা (Fardeen Ali Moll)।

Fardeen Ali Molla, Mohun Bagan AC footballer, posing for the camera

আজ রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভলপমেন্ট লিগের ফিরতি ডার্বিতে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান (Mohun Bagan AC) ও ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। পরিসংখ্যান অনুযায়ী অনেক আগেই এই লিগের পরবর্তী রাউন্ডে দুই প্রধান চলে গেলেও আজকের এই ম্যাচ নিয়ে উন্মাদনা ছিল চরমে। একদিকে ছিল মোহনবাগানের ব্যাপক ছন্দে থাকা রিকি সাবং ও ফারদিন আলি মোল্লারা (Fardeen Ali Moll)।

East Bengal FC: লোবেরাকে নিশ্চিত করার পর দল গঠনের চমক শুরু লাল-হলুদের, কারা আসছেন?

অন্যদিকে ছিল লিগের শেষ কয়েকটি ম্যাচে ভালো খেলা লাল-হলুদের তারকা দীপ সাহা ও মাহিতোষরা। আজ শুরু থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছে দুই শিবিরের ফুটবলারদের। বারংবার মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে সবুজ-মেরুন ডিফেন্সে ঝড় তোলার চেষ্টা করে লাল-হলুদ ফুটবলাররা। এরপরেই প্রথমার্ধের শেষের দিকে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল শিবির।

Sergio Lobera: লোবেরার হাত ধরে সাফল্যের সরণিতে ফিরতে চায় ইস্টবেঙ্গল, কতটা সফল এই কোচ?

সেখান থেকে গোল করে দল কে এগিয়ে দেন দীপ সাহা। যারফলে হাফ টাইম পর্যন্ত লিড থাকে লাল-হলুদের। তবে ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগেই গোল করে দলের সমতা ফেরান সবুজ-মেরুন তারকা ফারদিন আলি মোল্লা। বলাবাহুল্য, প্রথমার্ধে ইস্টবেঙ্গল ফুটবলারদের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে সবুজ-মেরুন শিবির। যারফল স্বরূপ ম্যাচে ফিরে আসে এটিকে মোহনবাগান। তবে আজ গোল করেও খুব একটা খুশি হন বাগান ফুটবলার ফারদিন আলি।

IPL 2023: দিল্লি ক্যাপিটালসের দম বন্ধ হয়ে যাচ্ছে, মাথাব্যাথা নেই এই কোটিপতি খেলোয়াড়দের

ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বড় ম্যাচ গোল পেয়ে যথেষ্ট ভালো লাগছে। তবে আজ তিন পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে পারলে বেশি ভালো লাগত। এছাড়াও একাধিক সুযোগ নষ্টের বিষয়ে ও তিনি বলেন, গোল মিস খেলার একটা অংশ, সেটা মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। এছাড়াও রেফারির সিদ্ধান্ত নিয়ে কিছুটা হলেও হতাশ থাকেন ফারদিন।

#MohunBaganAC  #EastBengalFC  #FardeenAliMolla  #FootballMatch  #MatchDraw  #Disappointment