East Bengal FC: প্রতিপক্ষের ঘর ভেঙে এই ডাচ ফুটবলারকে নিতে আগ্ৰহী মশালবাহিনী

আইএসএল শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছে ইস্টবেঙ্গল ( East Bengal FC)। সেইমতো নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করার পর গোটা দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় উভয় কর্তাদের তরফ থেকে।

Abdenasser El Khayati, Dutch footballer, in action on the field.

আইএসএল শেষ হওয়ার পর থেকেই আগামী মরশুমের জন্য দল গঠনের কাজে হাত দিয়েছে ইস্টবেঙ্গল ( East Bengal FC)। সেইমতো নিজেদের লগ্নিকারী সংস্থার সঙ্গে এই বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করার পর গোটা দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয় উভয় কর্তাদের তরফ থেকে। ঠিক হয় আগামী মরশুমের জন্য দলে আনা হবে নতুন কোচ।

সেক্ষেত্রে বিগত কয়েকদিন ধরে একাধিক হাইপ্রোফাইল কোচের নাম উঠে আসতে থাকে নেট মাধ্যমে। যার মধ্যে হাবাস ও কার্লোসের পাশাপাশি ছিল লোবেরা ও গাম্বাউয়ের নাম। তবে বাকিদের পিছনে ফেলে দিয়ে বর্তমানে অনেকটাই এগিয়ে স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। লাল-হলুদে আসার জন্য আগ্ৰহ ও নাকি প্রকাশ করেছেন তিনি। তাই কলকাতার এই প্রধানে লোবেরা যে একপ্রকার নিশ্চিত তা বলাই চলে। যা এক কথায় চমকের সমান।

তবে সেখানেই শেষ নয়। দলে বিদেশি আনার ক্ষেত্রে কোচের কথা মতো কাজ করার কথা শোনা গেলেও দেশীয় ব্রিগেডের ক্ষেত্রে এখন থেকেই সক্রিয় ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো চেন্নাইন এফসির চার ভারতীয় তরুনের পাশাপাশি মুম্বাই সিটি এফসির থেকে মন্দাররাও দেশাই ও কেরালা ব্লাস্টার্স থেকে লাল-হলুদের প্রাক্তন অধিনায়ক হরমনজোত সিং খাবরাকে আনার কথা ভাবছে ইমামি ইস্টবেঙ্গল। তবে এসবের মাঝেই এবার উঠে হল এক ডাচ তারকার নাম। তিনি আবদেনাসের আল খায়াতি। চলতি মরশুমে চেন্নাইন এফসির হয়ে আইএসএল খেলেছেন তিনি।

শোনা যাচ্ছে, এবার তাকেই দলে টানতে চাইছে লাল-হলুদ শিবির। তবে তাকে নাকি রাখতে চাইছে পুরোনো ক্লাব চেন্নাইন এফসি কতৃপক্ষ। এই নিয়ে তার এজেন্টের তরফে জানা গিয়েছে, এখনো পর্যন্ত চেন্নাইন এফসির সঙ্গে চুক্তি থাকলেও আগামী মরশুমের জন্য তার জন্য আরো ভালো অর্থ অফার করতে পারে ম্যানেজমেন্ট। পাশাপাশি ইস্টবেঙ্গল ও আগ্ৰহ প্রকাশ করেছে। তবে এখনি নাকি এসব নিয়ে ভাবতে চাননা এই ডাচ তারকা। মূলত সুপার কাপ প্রধান লক্ষ্য খায়াতির। যা থেকে স্পষ্ট, আসন্ন সুপার কাপে নিজের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন এই তারকা ফুটবলার।